X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভারতে শাখা খোলার ঘোষণা দিলো আইএস

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৯, ১৭:৪১আপডেট : ১২ মে ২০১৯, ১৭:৪৩

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার কয়েকদিন পরেই বাংলায় লেখা ইসলামিক স্টেটের (আইএস) বার্তা প্রকাশ হয়েছিল। তাতে লেখা ছিল, শিগগিরই আসছি। ইনশাল্লাহ।’ এর কিছুদিন আবার ভারতের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) পশ্চিমবঙ্গ রাজ্যকে সতর্ক করে জানায় বুদ্ধপূর্ণিমার দিন জঙ্গি হামলা চালাতে পারে আইএস বা জেএমবি। এ বার জানা গেলো, ভারতে ইতোমধ্যেই একটা শাখা খুলে ফেলেছে আইএস। এই শাখার মাধ্যমে ভারতজুড়ে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা।

ভারতে শাখা খোলার ঘোষণা দিলো আইএস

শনিবার আইএসের মুখপত্র বলে পরিচিত আমাক নিউজ এজেন্সিতে ভারতে শাখা খোলার ঘোষণা দেয় আইএস। জানানো হয়, ‘উইলায়াহ্‌ অফ হিন্দ’ নামে একটি শাখা খুলেছে আইএস। আরবি ভাষায় এই কথার অর্থ হলো ‘ভারতীয় প্রদেশ’।

অনলাইনে জঙ্গিবাদ পর্যালোচনাকারী সাইট ইন্টেল গ্রুপের ডিরেক্টর রিটা কাৎজ টুইটারে জানিয়েছেন, ‘আইএস ঘোষণা করেছে ভারতে নতুন শাখা খুলেছে তারা। ইতোমধ্যেই আমসিপোরাতে ভারতীয় সেনার সঙ্গে লড়াই হয়েছে তাদের। এই শাখার মাধ্যমেই ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে তারা। দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে আইএসের অনেক সদস্য আছে। তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করছে সংগঠনটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এই মুহূর্তে আইএসের তরফে বিশেষ কিছু বলা হয়নি। তারা চাইছে অতর্কিতে হামলা করতে। বেশি কিছু জানাজানি হয়ে গেলে ভারতের গোয়েন্দা সংস্থা সতর্ক হয়ে যেতে পারে, এমনটাই ধারণা এই জঙ্গি সংগঠনের। আর তাই চুপিসারে নিজেদের পরিকল্পনা করে তা বাস্তবায়িত করতে তারা উদ্যোগী।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুব সম্প্রদায়কে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে আইএস। ভারত থেকে মধ্য পূর্ব এশিয়ায় নিজেদের শক্তি আরও বাড়াতে চায় জঙ্গি সংগঠনটি। কয়েকদিন আগে একটা ভিডিও বার্তায় আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

কাশ্মিরের বেশ কিছু এলাকা, বিশেষ করে সোপিয়ানে নিজেদের কর্মকাণ্ড বাড়ানোর চেষ্টা করছে আইএস। ইতোমধ্যেই কাশ্মিরে সক্রিয় অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ তৈরি করে অস্ত্র আদান-প্রদানের কাজ করছে তারা। তবে কাশ্মির পুলিশের পক্ষ থেকে এ কথা অস্বীকার করা হয়েছে। পুলিশের দাবি, কাশ্মিরে শান্তি-শৃঙ্খলা বজায় আছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে তারা প্রস্তুত।

এর আগে টাইমস অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে আইএস। আইএসপন্থী একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বাংলায় লেখা একটি পোস্টারের সূত্রে এই হামলা পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়ার কথা জানিয়েছে তারা। পোস্টারে বাংলায় লেখা হয়েছে ‘শিগগিরই আসছি’। শ্রীলঙ্কার একাধিক গীর্জা ও হোটেলে ভয়াবহ হামলার কয়েকদিনের মাথায় এই কথিত হুমকির খবর সামনে আসে।  পোস্টারে 'শিগগির আসছি ইনশাল্লাহ' লেখার পাশাপাশি আল মুসারাত নামে একটি গ্রুপের লোগো সংযুক্ত রয়েছে। সেখান থেকেই তারা ধারণা করছে, এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে হামলার ইঙ্গিত। প্রতিবেদনে ওই পোস্টারের কোনও ছবি যুক্ত করা হয়নি। বিশ্লেষক ও গোয়েন্দা সূত্রে দাবি করেছে, আইএসের কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত স্থানীয় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (নব্য জেএমবি) মাধ্যমে বাংলাদেশে অবস্থান জোরালো করেছে জঙ্গিগোষ্ঠীটি।

 

/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ