X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘গরিবি হটাও’ এখন ‘গরিবি চুপাও’: শিব সেনা

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি সরকারের আহমেদাবাদে দরিদ্রতা আড়ালে দেয়াল নির্মাণের সমালোচনা করেছে বিজেপির সাবেক জোটসঙ্গী শিব সেনা। ভারতীয় প্রধানমন্ত্রীর দারিদ্র্য নির্মূলের স্লোগানের কথা তুলে ধরে শিব সেনার মুখপত্র সামানা’তে বলা হয়েছে, “একসময় ‘গরিবি হটাও’ স্লোগানের সমালোচনা করা হয়েছিল। কিন্তু এখন নতুন এজেন্ডা চলে এসেছে, তা হলো ‘গরিবি চুপাও’ (দারিদ্র্য আড়াল করো)।” ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

‘গরিবি হটাও’ এখন ‘গরিবি চুপাও’: শিব সেনা

শিব সেনা’র মুখপত্রে গুজরাটে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতিরও সমালোচনা করা হয়েছে। এটিকে ভারতের ‘দাসত্বের মনোভাব’ উল্লেখ করে বলা হয়েছে, দেশ যখন ব্রিটিশদের শাসনে ছিল তখন কোনও রাজা বা রানির সফরে এমন উদ্যোগ নেওয়া হতো।

এতে লেখা হয়েছে, ‘ট্রাম্পের সফর মাত্র তিন ঘণ্টার। কিন্তু যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে দেশের খরচ পড়ছে প্রায় ১০০ কোটি রুপি। এরমধ্যে রয়েছে আহমেদাবাদে ১৭টি সড়ক এবং সড়কগুলোর দুই পাশে দেয়াল নির্মাণ।’

সামানা-তে প্রশ্ন তোলা হয়েছে, ট্রাম্প বা যুক্তরাষ্ট্র কি এই দেয়ালগুলো নির্মাণের ব্যয় বহন করবে এবং ট্রাম্পের সফর শেষে এগুলো কি ভেঙে ফেলা হবে, নাকি দেয়ালে ওপাশের যেসব দরিদ্র মানুষ বাস করেন তারা আড়ালেই থাকবেন? আমেরিকার প্রেসিডেন্টের সফরে রুপি শক্তিশালী হবে না বা দারিদ্র্যের অবসান ঘটবে না বলেও উল্লেখ করা হয়েছে।

মোদির সমালোচনা করে এতে বলা হয়েছে, 'উন্নয়নের সবচেয়ে বড় সওদাগর মোদি। তার আগে কেউ দেশের উন্নয়ন করেননি এবং তার পরেও কেউ করবেন না। মোদি যখন ১৫ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছর রয়েছেন তখন এই দারিদ্র্য কেন আড়াল করতে হবে?'

উল্লেখ্য, নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন ট্রাম্প। ওই সফরে আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এক লাখ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের জনসভায় তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে দুই নেতা গত বছর যুক্তরাষ্ট্রের হাউস্টনে ৫০ হাজার ভারতীয়-আমেরিকানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
সর্বশেষ খবর
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র