X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এআইআইএমএস-এ করোনার ভারতীয় ভ্যাকসিনের পরীক্ষা শুরু

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২০, ১৪:২৯আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৪:৩২

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস)-এ ভারতের চিকিৎসাবিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেটের মানবদেহে পরীক্ষার প্রথম ধাপ শুরু হয়েছে। শুক্রবার ত্রিশ বছরের এক ব্যক্তির দেহে তা প্রয়োগ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এখবর জানিয়েছে।

এআইআইএমএস-এ করোনার ভারতীয় ভ্যাকসিনের পরীক্ষা শুরু

হায়দরাবদভিত্তিক ভারত বায়োটেক করোনার এই ভ্যাকসিন ক্যান্ডিডেট উদ্ভাবন করেছে। এটির নাম কোভাক্সিন। এতে জড়িত আছে দেশটির আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)। সম্প্রতি কোভাক্সিনের মানবদেহে পরীক্ষার অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রকের অধিদপ্তর ডিসিজিআই।

এআইআইএমএস-এর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ড. সঞ্জয় রায় জানান, ইতোমধ্যে সাড়ে তিন হাজারের বেশি স্বেচ্ছাসেবক কোভাক্সিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে অন্তত ২২ জনকে যাচাই করা হচ্ছে। তিনি বলেন, দুই দিন পরীক্ষা করা দিল্লির এক বাসিন্দা প্রথম স্বেচ্ছাসেবী হয়েছেন। তার স্বাস্থ্য ও বয়স স্বাভাবিক এবং আগের কোনও কো-মরবিড অবস্থা ছিল না।

সঞ্জয় রায় আরও বলেন, শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে তাকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দুই ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আগামী সাতদিন অবস্থা পর্যালোচনা করা হবে। শনিবার আরও কয়েকজনের দেহে প্রথম ডোজ প্রয়োগ করা হবে।

এর আগে হরিয়ানার রোহতকে ‘কোভ্যাকসিন’-এর হিউম্যান ট্রায়ালের প্রথম ধাপ শুরু হয়েছিল। ১৭ জুলাই হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ টুইটারে জানান, ‘ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুক্রবার থেকে পিজিআই-তে শুরু হয়েছে। তিনজন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর আপাতত ওই তিন জনই ভালো আছেন।’

/এএ/
সম্পর্কিত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস