X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ছবি আঁকা শেষ করেই ধরনা থেকে উঠলেন মমতা

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১৯:৫০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২১:০৩

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার ধরনায় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী মূর্তির পাদদেশে মমতার কর্মসূচি ছিল নীরব। মুখে কালো কাপড় বেঁধে ক্যানভাসে ছবি আঁকেন তিনি। সাড়ে তিনঘণ্টা অবস্থানের পর তিনি ধরনা তুলে বাড়ি ফিরে যান।

মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ মেয়ো রোডে পৌঁছান মমতা। তিনটার সময় তিনি ধরনা তুলে নেন। তাকে হুইল চেয়ারে মঞ্চে বসে থাকতে দেখা গেছে। বাঁ পাশে একটি ছোট্ট টেবিলে রাখা অনেক রঙের টিউব। কোলের ওপর পাতা একটি লাল চেক গামছা, তার ওপর রাখা ক্যানভাস। হুইল চেয়ারে বসেই ছবি আঁকেন তিনি।

সোমবার কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলেছিলেন মমতা। মঙ্গলবার রাত আটটা পর্যন্ত তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মমতার মঙ্গলবার চারটি জনসভা ছিল। কিন্তু কমিশনের ওই সিদ্ধান্তের পর তৃণমূলও দিদির সূচিতে বদল আনে। কৃষ্ণগঞ্জ ও কল্যাণীর সভা স্থগিত করে দেওয়া হয়।

তৃণমূল জানায়, কমিশনের সময়সীমা শেষ হওয়া মাত্রই রাত সওয়া আটটায় বারাসত এবং রাত ৯টায় বিধাননগরে জনসভা করবেন মমতা।

তৃণমূলের অভিযোগ ছিল, কমিশন একতরফা ব্যবস্থা নিচ্ছে । মমতার বিরুদ্ধে যতটা কঠোর কমিশন, বিজেপি নেতাদের ক্ষেত্রে চোখ বুজে রয়েছে। যদিও মমতার যখন ধরনা চলছে তখন বিজেপি নেতা রাহুল সিনহাকে ৪৮ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। নোটিশ পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে। নন্দীগ্রামের বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকেও সতর্ক করেছে কমিশন।

ধরনামঞ্চে বসে মমতার ছবি আঁকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, উনি ছবি এঁকেছেন খুব ভালো কথা। কিন্তু দুঃখের বিষয় হলো, ছবি কেনার লোকগুলো সব জেলে রয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?