X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভোটের হারে উচ্ছ্বসিত বিজেপি, দুইশ’ পারের আশা নেতাদের

কলকাতা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ২১:২৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৩৪

পশ্চিমবঙ্গে একুশের বিধানভা নির্বাচনের প্রায় অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। ইতোমধ্যে ষষ্ঠ দফার ভোট শেষ। প্রতীক্ষায় রয়েছে বাকি দু’দফার ভোট। এরইমধ্যে বাংলার ভোটদানের হার দেখে উচ্চসিত গেরুয়া শিবির। বাকি দু’দফায় যদি ভোটদানের হার যদি একইরকম থাকে তাহলে বিজেপির হাইকমান্ডের ঠিক করে দেওয়া ২০০ বিধানসভা আসন জেতার লক্ষ্যমাত্রাকে অর্জনের পরেও অতিরিক্ত কয়েকটি আসন পাওয়ার আশা করছে বঙ্গ বিজেপি।

একুশের নির্বাচনের ভোটদানের হার এখনও পর্যন্ত প্রথম দফায় ৮০ শতাংশ, দ্বিতীয় দফায় ৮০.৪৩ শতাংশ, তৃতীয় দফায় ৭৮ শতাংশ, চতুর্থ দফায় ৭৮.৪৩ শতাংশ, পঞ্চম দফায় ৮২.৪৯ শতাংশ এবং ষষ্ঠ দফায় ৭৯.১১ শতাংশ। এই সবকটি দফা মিলিয়ে শতাংশের বিচারের এবারের ভোটে প্রায় ৮০ ভাগ ভোটার তাদের মত প্রকাশ করে ফেলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল সংখ্যক ভোটদানের হার বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন সরকারের অজনপ্রিয়তা বিরুদ্ধে ভোট হিসেবে চিহ্নিত হয়ে থাকে। আর তা যদি হয়, তাহলে বিজেপির বাংলায় ক্ষমতায় আসার বাস্তবতাকে উড়িয়ে দেওয়া যায় না।

রাজনীতির এই সংখ্যাতত্ত্বের হিসাবই একুশের ভোটে নবান্ন দখলের স্বপ্ন দেখাচ্ছে বঙ্গ বিজেপিকে। সূত্রের খবর, বিজেপি হাইকমান্ডের কাছে যে হিসাব পাঠানো হয়েছিল বিধানসভা ভোটের আগে, একুশের ভোটে বাংলায় কটি আসন বিজেপির পেতে পারে তা বর্তমানের বাস্তবতাকে ছাপিয়ে যাচ্ছে বলেই ধারণা মুরলীধর সেন লেনের কর্তাদের। তাদের ধারনা, উত্তরবঙ্গের মতো মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও একাধিক আসনে তৃণমূলকে পিছনে ফেলে জয়ের পথে হাঁটছে বিজেপি। গত কয়েকদিন ধরে বিজেপির শীর্ষ নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে সেই আশাবাদই ফুটে উঠছে।

বিজেপির রাজ্য নেতা ও বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত বলেন, ‘ভোটদানের হার দেখে এটি স্পষ্ট মানুষ এবার তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। যা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। এটি দেখে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত ১৭০ থেকে ১৭৫ আসন বিজেপির পক্ষে আসতে চলেছে। কিন্তু পরবর্তী দফার ক্ষেত্রে করোনা পরিস্থিতি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতি পরে দুটি দফায় করোনা কারণে কলকাতায় ভোটদানের হার কমে যেতে পারে।’

বিজেপির উত্তরবঙ্গের নেতা দিপ্তীমান সেনগুপ্ত বলেন, ‘পরে দু’টি দফায় আমাদের লক্ষ্য বাম-কংগ্রেস-আইএসএফ জোটকে ৪৯-এর নিচে নামিয়ে আনা। কারণ, ৪৯ জন বিধায়ক থাকলে রাজ্যসভার একটা আসন কনর্ফাম হয়ে যায়। সেক্ষেত্রে কোনোভাবেই আমরা চাইব না সংযুক্ত মোর্চা ৪৯ আসন পাক। আবার তৃণমূল একাধিক রাজ্যসভার সাংসদ পাক। জোট এবং তৃণমূল রাজসভার আসন জেতার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় না করতে পারলে ওরা সাংসদ বের করার জন্য নিজেদের মধ্যে মধ্যস্থতা করবে। তাহলে পরবর্তীতে এদের চরিত্র আরও পরিষ্কার হবে বাংলার মানুষের কাছে।’

দিপ্তীমান সেনগুপ্ত আরও বলেন, ‘আমরা পরবর্তী দু’দফায় ৫৫ থেকে ৬০টি বিধানসভা আসন পাওয়ার মতো অবস্থায় রয়েছি। এই আসনগুলো আসলে আমরা দুইশো' পার করতে পারব। ইতোমধ্যে ষষ্ঠ দফার পর্যন্ত ভোটের হিসাবে আমরা সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছি। ১৫০ থেকে ১৫৫ টি বিধানসভা আসন আমরা এই ছয় দফা থেকে পাচ্ছি এটা আমাদের অভ্যন্তরীণ হিসাব। বাংলার বেশিরভাগ মানুষ এই ছয় দফায় ভোটদানের মধ্য দিয়ে বিজেপির সরকার গঠনের পক্ষে তাদের রায় জানিয়ে দিয়েছে। এটি ভোটদানের হারেই স্পষ্ট হয়ে গিয়েছে বলে আমরা মনে করছি।’

/এএ/
সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে