X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মোদির মাথায় তো ছাতা, পায়ের তলায় কী?

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২১, ২৩:৪২আপডেট : ১৯ জুলাই ২০২১, ২৩:৪২

ছাতা হাতে বৃষ্টির মধ্যে সাংবাদিক সম্মেলন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেহরক্ষী তো বটেই, অন্য কাউকেই ছাতা ধরতে দেননি। এমন ছবি ছড়িয়ে দিতে মরিয়া বিজেপি। গেরুয়া শিবিরের একের পর এক নেতা যখন এই ছবি ‘গর্ব’ প্রকাশ করে অনলাইনে পোস্ট করছেন তখনই উঠেছে অন্য এক প্রশ্ন। কেউ কেউ জানতে চেয়েছেন, ছাতা নিজে হাতে ধরলেও একটু বৃষ্টির পানিতে দাঁড়াতে পারলেন না মোদি! পায়ের তলায় ‘ম্যাট’ রাখতে হলো?

সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন পার্লামেন্ট ভবন চত্বরে যখন মোদির গাড়ি এসে পৌঁছায় তখন বৃষ্টি হচ্ছিল। গাড়ি থেকে নেমে নিজেই ছাতা মাথায় দিয়ে এগিয়ে যান তিনি। সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছেন তখনও কারও হাতে ছাতা দেননি। তার এই ছবি নিয়েই বিজেপি নেতা-মন্ত্রীদের দাবি, এমনটা আর কেউ করতে পারেন না। স্বাধীনতার পরে ভারতের কোনও প্রধানমন্ত্রীকে এইভাবে নিজের ছাতা নিজের হাতে নিতে দেখা যায়নি।

এমন দাবি নিয়ে ছবিটি ভাইরাল করার চেষ্টা যখন চলছে তখনই সেই ছবি ঘিরে নতুন প্রশ্ন উঠতে শুরু করে। আসলে পার্লামেন্ট চত্বরের যেই জায়গায় মোদি সাংবাদিক সম্মেলন করছিলেন সেখানে একটি সবুজ রঙের ম্যাট পাতা ছিল। আর তার ওপর দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন সমালোচকরা। মোদি ‘ফকির আদমি’ বলে কটাক্ষ করে তারা বলছেন, ‘যিনি বৃষ্টির জমাট পানিতে পা রাখতে পারেন না, তার কাছে কী করে আশা করা যায় যে, তিনি দেশের গরিব মানুষের কষ্ট বুঝবেন?’

সমালোচকদের তীর্যক মন্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ম্যাট ইস্যুর বদলে ‘ছাতা হাতে’ নেওয়া ছবি ভাইরাল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। বলছেন, এমন প্রধানমন্ত্রী পেয়ে তারা খুবই গর্বিত।

বিজেপি মহিলা মোর্চার সাবেক সভানেত্রী বিজয় রাহতকার টুইটারে লিখেছেন, ‘পণ্ডিত নেহরুর একেবারে এমন একটি ছবির অপেক্ষায় রয়েছি।’ কেউ কেউ আবার সোনিয়া গান্ধী, মনমোহন সিং থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, বিমান বসু, মমতা বন্দ্যোপাধ্যয়েরও এমন ছবি পোস্ট করেছেন যেখানে তাদের মাথায় অন্য কেউ ছাতা ধরে রয়েছেন। সূত্র: আনন্দবাজার।

 

/এমপি/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট