X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন দিনের রিমান্ডে ভারতের সেই মন্ত্রীপুত্র

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৮:৪০আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৩৩

উত্তর প্রদেশের লাখিমপুর খিরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিষ মিশ্রকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার তাকে রিমান্ডে পাঠানো হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

লাখিমপুর খিরির ঘটনায় গত শনিবার ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রকে গ্রেফতার দেখায় পুলিশ। পুলিশ বলছে, তিনি উত্তর দিতে চাতুরির আশ্রয় নিচ্ছেন আর সহায়তা করছেন না।

খুনের মামলায় নাম আসার পাঁচ দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে অবিলম্বে গ্রেফতার করা যায়। কিন্তু তা না হওয়ায় প্রশ্ন উঠতে থাকে বাবার পরিচয়ের কারণে বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি।

উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ৩ অক্টোবরের ঘটনার বেশ কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা করতে পারছেন না মন্ত্রীপুত্র। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পর সেখান থেকে হারিয়ে যান মন্ত্রীপুত্র। তবে তিনি দাবি করেছেন, বেলা ২টা থেকে চারটার মধ্যে ওই এলাকায় ছিলেন তিনি। তার ফোন লোকেশনও ঘটনাস্থলের আশপাশেই অবস্থান নির্দেশ করছে। এছাড়া কৃষকদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া চালকের যে বর্ণনা তিনি দিচ্ছেন, তার সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলছে না।

গত ৩ অক্টোবর কৃষকদের এক শান্তিপূর্ণ বিক্ষোভে গাড়িচাপা দিয়ে চার জনকে হত্যার অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। ওই ঘটনায় মোট আট ব্যক্তি নিহত হয়। গাড়িচাপায় কৃষক নিহতের পর সহিংসতায় বাকিদের মৃত্যু হয়।

মন্ত্রীপুত্র স্বীকার করেছেন যে গাড়িটি চাপা দিয়েছে তার মালিক তিনি। তবে তার ঘটনার সময়ে তিনি তাতে ছিলেন না। তার সমর্থকরা জানিয়েছেন, প্রায় দেড়শ’ ছবিতে দেখা যাচ্ছে গাড়িচাপা দেওয়ার সময় তাতে ছিলেন না তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!