X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মঙ্গল শোভাযাত্রা ফিরলো দিল্লির বাংলাদেশ দূতাবাসে

দিল্লি প্রতিনিধি 
০৯ মে ২০২২, ১৭:৩৮আপডেট : ০৯ মে ২০২২, ১৭:৩৮

দীর্ঘ তিন বছরের ব্যবধানে বাংলা নববর্ষ উপলক্ষে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আবারও আয়োজিত হলো মঙ্গল শোভাযাত্রা, যেটিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের অন্যতম প্রধান অভিজ্ঞান হিসেবে গণ্য করা হয়। গত দুটো নববর্ষে কোভিড মহামারির কারণে দূতাবাস মঙ্গল শোভাযাত্রার আয়োজন করতে পারেনি, কিন্তু এবার প্রথম সুযোগেই ভারতের রাজধানীর বুকে সেটি ফিরিয়ে আনলো কর্তৃপক্ষ। 

রবিবার সন্ধ্যায় দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। প্যাঁচা, মাছ ও পশু-পাখির প্ল্যাকার্ড নিয়ে গানের তালে তালে সেই শোভাযাত্রায় পা মেলান দিল্লিতে নিযুক্ত বহু দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এছাড়া ছিলেন আমন্ত্রিত অতিথিরা, মিডিয়াকর্মী, দূতাবাসের কর্মকর্তারা ও তাদের পরিবারবর্গ।

শোভাযাত্রার পুরোভাগে ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান। শোভাযাত্রা শুরু করার আগে বিদেশি অতিথিদের সামনে এই মঙ্গল শোভাযাত্রার তাৎপর্য ও বৈশিষ্ট্য ব্যাখ্যাও করেন তিনি।  

আমন্ত্রিত বিদেশি কূটনীতিকরাও যেভাবে এবার সোৎসাহে মঙ্গল শোভাযাত্রায় পা মিলিয়েছেন তা ছিল সত্যিই দেখার মতো দৃশ্য। 

প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় ছিলেন দিল্লিতে নিযুক্ত বহু দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা

রোহিঙ্গা ইস্যুর জেরে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক সম্পর্ককে খুব একটা স্বাভাবিক বলা যাবে না। অথচ দিল্লিতে সেই মিয়ানমারের রাষ্ট্রদূত মো ক্যা আং মঙ্গল শোভাযাত্রায় পা মেলালেন দারুণ উদ্দীপনার সঙ্গে।  

দিল্লিতে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত মাতেজা ভোদেব ঘোষ আর থাইল্যান্ডের রাষ্ট্রদূত পাত্তারাত হংটং-য়ের মধ্যে তো রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেল কে মাছের প্ল্যাকার্ড নেবেন, আর কে পাখির – তা নিয়ে!  

এই দুই নারী কূটনীতিক ছাড়াও ছিলেন সাউথ ব্লকে বাংলাদেশ ডেস্কের ডিরেক্টর পল্লবী ত্রিপাঠীও – তিনি শোভাযাত্রায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। এছাড়া ছিলেন আরও বহু দেশের কূটনীতিক ও তাদের পরিবার-পরিজনরাও। 

পরে উপস্থিত রাষ্ট্রদূতদের বাংলা নববর্ষের উপহার হিসেবে হাই কমিশনের পক্ষ থেকে হাতে আঁকা তাদের পোর্ট্রেট স্কেচও তুলে দেওয়া হয়।   

ছিলেন আমন্ত্রিত অতিথিরা, মিডিয়াকর্মী, দূতাবাসের কর্মকর্তারা ও তাদের পরিবারবর্গ

জাতিসংঘের সংস্থা ইউনেস্কো-র অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশের গর্ব, অসাম্প্রদায়িকতার এই অপূর্ব প্রতীকটিকে দিল্লিতে উপস্থাপিত করতে পেরে তারা যে গর্বিত, সে কথা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন হাই কমিশনার মুহাম্মদ ইমরান। 

দিল্লির বাংলাদেশ দূতাবাস নববর্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন প্রথমবার করেছিল ২০১৮ সালে। তদানীন্তন রাষ্ট্রদূত (বর্তমানে প্রয়াত) সৈয়দ মোয়াজ্জেম আলি ও তার স্ত্রী তূহফা জামান আলির উদ্যোগে সেবার চাণক্যপুরীর প্রবাসী ভারতীয় কেন্দ্রে সেই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিল্লির সঙ্গে বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’র সেই ছিল প্রথম আলাপ! 

কোভিডে দীর্ঘ বিরতির পর আবার যখন দূতাবাস মঙ্গল শোভাযাত্রা করতে পারল, নানা দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও সেখানে প্রথমবারের মতো যোগ দিলেন। 

/এএ/
সম্পর্কিত
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে