X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ভারতে রাষ্ট্রপতি নির্বাচন

বিজেপি চায় সর্বসম্মত প্রার্থী, বিরোধীদের পছন্দ গোপাল কৃষ্ণ গান্ধী

রক্তিম দাশ, কলকাতা
১৬ জুন ২০২২, ০৮:০৬আপডেট : ১৬ জুন ২০২২, ০৯:৪৫

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন বিজেপি এড়াতে চাওয়ার ইঙ্গিত আগেই মিলেছে। এবার সেটিই আরও স্পষ্ট হয়েছে। দিল্লিতে ১৭টি বিরোধী দল যেদিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে বৈঠকে বসেছে, সেদিনই একের পর এক বিরোধী নেতাকে ফোন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে বিজেপির বিরুদ্ধে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন গোপাল কৃষ্ণ গান্ধী।

বুধবার বিরোধীদের বৈঠকের আগেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে রাজনাথের ফোন পান। বিরোধীরা কাকে প্রার্থী করছে জানতে চান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। কংগ্রেস নেতার দাবি অনুযায়ী, রাজনাথ সিং ফোন করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বিরোধীদের মত জানতে চেয়েছেন। পালটা খাড়গে রাজনাথের কাছে জানতে চেয়েছেন সরকার কাদের কাদের প্রার্থী হিসাবে ভাবছে? রাজনাথ অবশ্য সে বিষয়ে খাড়গেকে জানাতে পারেননি।

জানা গেছে এরপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সপা সুপ্রিমো অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে ফোন করেন রাজনাথ। আসলে সরকারপক্ষ জেনে নিতে চাইছে বিরোধীরা রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে কাকে চাইছে। সেইমতো নিজেদের রণকৌশল স্থির করবে তারা। আর শুধু বিরোধী নেতারা নন। রাজনাথের ফোন পেয়েছেন বিজেপির দুই বন্ধু দলের নেতাও। বিহারে বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারকেও এদিন ফোন করেছিলেন রাজনাথ সিং। তার কাছে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে মত জানতে চান তিনি। বিজেপির সঙ্গে জোটে না থাকলেও সময়-অসময়ে গেরুয়া শিবিরের পাশে দাঁড়িয়েছে ওড়িশার শাসক দল বিজেডি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এদিন বিজেডি নেতা নবীন পট্টনায়েককেও ফোন করেন।

এদিকে জানা গিয়েছে, এদিন ১৭ বিজেপি বিরোধী দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, গোলাম নবী আজাদ ও গোপাল কৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছেন। বৈঠকে কোনও নাম চূড়ান্ত না হলেও মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধী এগিয়ে রয়েছেন। এমনটাই সূত্রের খবর।

/জেজে/
সম্পর্কিত
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি