X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ভারতে ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই, ট্রেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২২, ১৫:২৪আপডেট : ১৭ জুন ২০২২, ১৫:২৪

সেনাবাহিনীতে নিয়োগে নতুন নিয়ম অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ভারতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ এবং ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিয়েছে।

গত মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগে ‘অগ্নিপথ’ প্রকল্প প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন সেনাবাহিনীতে প্রবেশের স্বপ্ন দেখা বহু মানুষ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সশস্ত্র বাহিনীতে অফিসার ব়্যাঙ্কের নিচে চার বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মূলত স্বল্প মেয়াদে নিয়োগ নিয়েই তীব্র আপত্তি তোলে সেনাবাহিনীতে যোগ দিতে চাওয়া নাগরিকরা।

উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় পাথর নিক্ষেপ করা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশ জানিয়েছে, শুক্রবার আবারও বিক্ষোভকারীরা সমবেত হয়ে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের অন্তত দুইটি স্টেশনে ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিয়েছে।

বিহারের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সঞ্জয় সিং বলেন, ‘তারা আজ দশ জায়গায় ট্রেন আটকে দিয়েছে’। তিনি জানান, বৃহস্পতিবার বিক্ষোভে জড়িত থাকা শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর সেকেন্দারাবাদে হাজার হাজার মানুষ সমবেত হয়ে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করেছে। এর ফলে বিক্ষোভ যে আরও বিস্তৃত হচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ কর্মকর্তা এআর শ্রীনিবাস বলেন, ‘তারা সেকেন্দারাবাদ রেল স্টেশনের সম্পদেও আগুন ধরিয়ে দিয়েছে’।

বিক্ষোভের জেরে শুক্রবার ভারত সরকার একবারের জন্য নিয়োগ প্রার্থীদের যোগদানের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে। তবে তাতেও বিক্ষোভ প্রশমিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

নতুন প্রকল্পের আওতায় এই বছর ভারতের সশস্ত্র বাহিনী ৪৬ হাজার জনবল নিয়োগের লক্ষ্য স্থির করেছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
সর্বশেষ খবর
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি