X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতে ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই, ট্রেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২২, ১৫:২৪আপডেট : ১৭ জুন ২০২২, ১৫:২৪

সেনাবাহিনীতে নিয়োগে নতুন নিয়ম অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ভারতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ এবং ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিয়েছে।

গত মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগে ‘অগ্নিপথ’ প্রকল্প প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন সেনাবাহিনীতে প্রবেশের স্বপ্ন দেখা বহু মানুষ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সশস্ত্র বাহিনীতে অফিসার ব়্যাঙ্কের নিচে চার বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মূলত স্বল্প মেয়াদে নিয়োগ নিয়েই তীব্র আপত্তি তোলে সেনাবাহিনীতে যোগ দিতে চাওয়া নাগরিকরা।

উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় পাথর নিক্ষেপ করা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশ জানিয়েছে, শুক্রবার আবারও বিক্ষোভকারীরা সমবেত হয়ে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের অন্তত দুইটি স্টেশনে ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিয়েছে।

বিহারের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সঞ্জয় সিং বলেন, ‘তারা আজ দশ জায়গায় ট্রেন আটকে দিয়েছে’। তিনি জানান, বৃহস্পতিবার বিক্ষোভে জড়িত থাকা শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর সেকেন্দারাবাদে হাজার হাজার মানুষ সমবেত হয়ে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করেছে। এর ফলে বিক্ষোভ যে আরও বিস্তৃত হচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ কর্মকর্তা এআর শ্রীনিবাস বলেন, ‘তারা সেকেন্দারাবাদ রেল স্টেশনের সম্পদেও আগুন ধরিয়ে দিয়েছে’।

বিক্ষোভের জেরে শুক্রবার ভারত সরকার একবারের জন্য নিয়োগ প্রার্থীদের যোগদানের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে। তবে তাতেও বিক্ষোভ প্রশমিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

নতুন প্রকল্পের আওতায় এই বছর ভারতের সশস্ত্র বাহিনী ৪৬ হাজার জনবল নিয়োগের লক্ষ্য স্থির করেছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা