X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে আদিবাসী ভোট ফেরাতে বিজেপির ‘তুরুপের তাস’ দ্রৌপদী

রক্তিম দাশ, কলকাতা
১৩ জুলাই ২০২২, ১৬:১৭আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৬:১৭

ভারতের উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটবাক্সে সাফল্য এনে দেয় জঙ্গলমহল। পরবর্তীতে একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলসহ আদিবাসী ভোট ব্যাঙ্ক গেরুয়া শিবিরের পক্ষে থাকবে বলে আশা করেছিলেন বিজেপির নেতারা। কিন্তু ভোটের ফলে দেখা যায়, বিজেপিকে সরিয়ে ফের জঙ্গলমহলে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূলের। সামনেই চব্বিশের লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের ভোট ফের ফিরে পেতে মরিয়া গেরুয়া শিবিরের কাছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে দেশের প্রথম আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্ম হয়ে উঠতে পারে তুরুপের তাস! এমনটাই মনে করছে পশ্চিমবঙ্গ বিজেপি। দ্রৌপদীর ইউএসপিকে ব্যবহার করে জঙ্গলমহলের তৃণমূলের আদিবাসী ভোটব্যাংকে ফাটল ধরিয়ে নিজেদের দিকে আনতে ছক কষছেন মুরলিধর সেন লেনের কর্তারা।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রথমে নাম ঘোষণা করতে দিয়ে, পরে আদিবাসী নারী প্রার্থী দ্রৌপদী মুর্মুকে দাঁড় করিয়ে দিয়ে মোক্ষম চাল দিয়েছেন মোদি-শাহরা। বিরোধীরা ঘুর্ণাক্ষরেও বুঝতে পারেনি বিজেপির চাল। প্রথম আদিবাসী প্রার্থী তার ওপর নারী সবমিলিয়ে বিরোধীদের সব হিসাব-নিকাশকে উল্টে দিয়েছে বিজেপি। যশবন্ত সিনহার প্রস্তাবক খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারেননি এমনটা হতে পারে। তাই দ্রৌপদীর নাম ঘোষণা পর তিনি বলছেন,‘আমাদের সঙ্গে কথা বললেও প্রার্থীর নাম দিয়ে কথা বলেনি বিজেপি।’

তৃণমূলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেছেন,‘এর আগেও সর্বসম্মতি ক্রমে প্রার্থী হয়েছে। কিন্তু দ্রৌপদী মুর্মুর নামটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। বিজেপি চায়নি সর্বসম্মতিক্রমে প্রার্থী হোক। সেকারনেই তারা আগে নাম জানায়নি।’ 

জঙ্গলমহলসহ রাজ্যের অন্তত ৪৭টি বিধানসভা ও সাতটি লোকসভা আসনে আদিবাসী ভোটব্যাঙ্ক রয়েছে। এর সিংহভাগই একুশের ভোটের নিরিখে এখন তৃণমূলের দখলে। এখন বিজেপির চালে পা দিয়ে দ্রৌপদীকে মুর্মুকে সমর্থন না করে কি বিপাকে পড়লো তৃণমূল? এপ্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।

দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায় থেকে এসে কর্পোরেশন কাউন্সিলর থেকে  বিধায়ক এবং পরে ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল  ছিলেন। গেরুয়া শিবির দীর্ঘদিন ধরেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তাদের বিশ্বাস যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করে চলেছে। এরই মধ্যে দ্রৌপদীকে রাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ মর্যদার লড়াইয়ে প্রার্থী করে তারা আদিবাসী সম্প্রদায়ের আরও কাছাকাছি চলে গেলো বলেই মত রাজনৈতিক মহলের। 

ভারতে তফসিলি উপজাতির জনসংখ্যা ৮.৯  শতাংশ। দেশটির ৪৭টি লোকসভা আসন এবং ৪৮৭টি বিধানসভা আসন তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। গত লোকসভা ভোটে এর মধ্যে ৩১টি আসন জিতেছিল বিজেপি। চব্বিশে এই ৪৭ আসনই দখলে রাষ্ট্রপতি ভোটে আদিবাসী কার্ড খেলার সুফল নিয়েই ঝাঁপাবে বিজেপি। এটা প্রায় নিশ্চিত।

এরমধ্যে পশ্চিমবঙ্গের লোকসভা আসনগুলোও রয়েছে। আবার গুজরাট,মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাতে যেখানে সবমিলিয়ে ১২৮ বিধানসভা আসন রয়েছে। ওই রাজ্যগুলোর মধ্যে একমাত্র গুজরাট ছাড়া, ২০২৩ এর বিধানসভা ভোটেও এই চালকে কাজে লাগতে চাইবে বিজেপি। এসব হিসাব-নিকেশ করেই রাজনৈতিক দাবার চাল দিয়েছে বিজেপি। আর এর পেছনে রয়েছে আরএসএসের পরিকল্পনা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 

পশ্চিমবঙ্গে বিজেপি যে আদিবাসী কার্ড খেলবে চব্বিশের লোকসভায় তা পরিষ্কার হয়ে গেছে ইতোমধ্যে। বিজেপির নির্বাচিত বিধায়কদের নিয়ে গত সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে দ্রৌপদী মুর্মুকে স্বাগত যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে দেখা গেছে, দলের আদিবাসী বিধায়ক ও সাংসদরা দ্রৌপদীকে সংবর্ধনা জানাতে মূল দায়িত্ব নিয়েছেন। বিমানবন্দরের বাইরে তাকে স্বাগত জানানো হয় জঙ্গলমহলের আদিবাসী নৃত্য দিয়ে। দ্রৌপদী মুর্মুকে নিয়ে বঙ্গ বিজেপির এই উচ্ছ্বাস জানান দিচ্ছে, এবার তৃণমূলকে চব্বিশের ভোটে জঙ্গলমহলসহ বাংলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গ বিজেপি।

/জেজে/
সম্পর্কিত
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা