X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তৃণমূল কংগ্রেস কোমায় চলে যাবে: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ১৯:৪১আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯:৪১

শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির ঘটনায় আগেই আটক হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়। সেই রেশ না কাটতেই গরু পাচার মামলায় আটক হন দলের আরেক নেতা অনুব্রত মণ্ডল। দুই ধাক্কায় প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জেলায় জেলায় রাজপথে নেমেছে দলটি। তবে এই ধাক্কা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই স্ট্রোকেই বেহাল তৃণমূল। তৃতীয়টাতে দল কোমায় চলে যাবে।

দিলীপ ঘোষ বলেন, ভাইপো বলছেন দলের স্বচ্ছ ভাবমূর্তি দরকার। আর পিসি বলছেন কেষ্ট ছাড়া চলবে না।

বিজেপির এই নেতা বলেন, আজাদি কা অমৃত মহোৎসব থেকে দেশে শুদ্ধকরণ শুরু হলো। এটা চলবে। ওদের নেতারা এখন উত্তেজিত হয়ে মারবেন, পিটবেন বলছেন। মনে রাখবেন, খালি পায়ে জুতো না পরে, জামাকাপড় ছাড়াই দৌড়াতে হতে পারে। শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। মানুষে ক্ষেপে রয়েছে। কেষ্টকে রাস্তায় যেতে দেখে মানুষ কীভাবে স্বাগত জানিয়েছে তা ওদের মনে রাখা দরকার। ওদের দলে এই মুহূর্তে কে কোথায় রয়েছে? মেদিনীপুরে তো সকাল থেকে কাউকে দেখলাম না। দলীয় কার্যালয়ে পতাকা তোলার কেউ নেই। যা হয়েছে সরকারি কর্মসূচি। এখনই এই অবস্থা তৃণমূলের। মাত্র দুটো স্ট্রোক হয়েছে। প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট। তৃতীয় স্ট্রোক হলে দল কোমায় চলে যাবে।

অনুব্রতকে গ্রেফতার করে তার সম্পত্তি হিসাব করার চেষ্টা করছে সিবিআই। সূত্রের খবর, অনুব্রতর তেমন কোনও বড় সম্পত্তির সন্ধান পাচ্ছে না কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ধারণা করা হচ্ছে, তার অর্থ সম্ভবত বেনামে কোথাও রাখা আছে।

ইতোমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন, গরু পাচারে মূল অভিযুক্ত এনামুলকে জেরা করে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে সিবিআআইয়ের। এমনটাই সূত্রের খবর। বিরোধীদের প্রশ্ন, সায়গল হোসেনের যদি ১০০ কোটির সম্পত্তি থাকে তাহলে গেরু পাচারের সঙ্গে জড়িত প্রভাবশালীদের সম্পত্তির পরিমাণ কত?

অন্যদিকে, পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি রুপি উদ্ধারের পর প্রশ্ন উঠেছে ওই টাকা কার? কারণ ওই টাকা তার নয় বলে জানিয়েছেন অর্পিতা। লক্ষ্যণীয় বিষয় হলো, পার্থকে নিয়ে দল ততটা সরব নয় যতটা অনুব্রতকে নিয়ে। রবিবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘কেন গ্রেফতার করা হলো কেষ্টকে? কী দোষ করেছিল ও? যতবার ভোট হয়েছে ততবার ওকে ঘরবন্দি করে রেখেছেন। একটা ভোটেও ওকে বের হতে দেননি আপনারা। কেষ্টর বাড়িতে তাণ্ডব হয়েছে। একতরফা সব বলা হচ্ছে। আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লাখো কেষ্ট রাস্তায় তৈরি হবে।’ সূত্র: জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা