X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অনুব্রতকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি

রক্তিম দাশ, কলকাতা 
২৩ আগস্ট ২০২২, ২২:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২২:৫৭

পশ্চিমবঙ্গের আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। বিচারক নিজেই এই বিষয়টি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে। ওই হুমকি চিঠিটি লিখেছেন বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। চিঠিতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে, বিচারক ও তার পরিবারকে এনডিপিএস বা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে যায় চারিদিকে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনুব্রতর আইনজীবীও। যদিও অনুব্রত মণ্ডল অবশ্য এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন। 

মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিজাম প্যালেসে প্রবেশের সময় হুমকি চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, ‘এটা বিজেপি করেছে’। তিনি একই কথা, একবার নয়, দুইবার বলেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিচারপতিরাও সুরক্ষিত নয়। তাই আমি বলব মামলা রাজ্যের বাইরে পাঠানো হোক। বাংলায় জঙ্গল রাজ চলছে।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় সিবিআই গ্রেফতার করার পর সেই মামলা চলছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এর আগের শুনানিতে বিচারক অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকি চিঠি পেয়েছিলেন।  

অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য কড়া ভাষায় জানিয়েছেন, তৃণমূলের ট্র্যাক রেকর্ড তো অত্যন্ত ভালো। অনুব্রত মণ্ডল প্রকাশ্যে, ক্যামেরার সামনে, সাংবাদিকদের উপস্থিতিতে তার একজন কর্মীকে নির্দেশ দিচ্ছেন বিজেপির ওই মেয়েটি একটি বাড়াবাড়ি করছে। ওকে গাঁজা কেস দিয়ে দাও। অতীতে এমন দেখা গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে গাঁজা কেসে যত লোককে ঢুকিয়ে রাখা হয়েছে জেলের মধ্যে, এত গাজার অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই। বিভিন্ন সময়ে তারা হুমকি দিচ্ছে। এখন আদালতে বিষয়টি জমা পড়েছে, আদালত দেখবে।

সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শমীক আরও বলেন, এটা হাস্যকর অভিযোগ। বিজেপির এখন পর্যন্ত এমন দায় হয়নি যে অনুব্রত মণ্ডল সম্পর্কে উড়ো চিঠি দিয়ে রাজনৈতিক আবহে নিজেকে প্রাসঙ্গিক করতে হবে।

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!