X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভারতে তীর্থ শেষে ফেরার পথে বাংলাদেশি নারীর মৃত্যু

রক্তিম দাশ, কলকাতা
২৫ নভেম্বর ২০২২, ২০:৩২আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২০:৩২

তীর্থ করতে ভারতে এসেছিলেন বাংলাদেশি এক নারীর। তীর্থ শেষ করে দেশ ফেরার দিন অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ওই নারীর। মৃতের নাম নয়ন বালা (৫৭)। তার বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার চাঁদমুয়া হরিপুর।

বৃহস্পতিবার বাড়ি ফেরার সময় অসুস্থ হয়ে পড়লে অন্য যাত্রীরা ওই বাংলাদেশি নারীকে বালুরঘাট জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হচ্ছে বালুরঘাট জেলা হাসপাতালে। এছাড়া মৃতদেহটি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র করার প্রক্রিয়া শুরু করেছে পরিবার।

জানা গেছে, ২ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে তীর্থ করতে আসেন মধুসূদন দাস ও তার স্ত্রী শ্রীমতি নয়ন বালা। পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা। বাংলাদেশ থেকে ভারতে তীর্থ করতে সব মিলিয়ে আসে ৫৭ জন। ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের পর বৃহস্পতিবার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল সবার।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ে নয়ন বালা। বিষয়টি অন্য যাত্রীদের নজরে আসতেই তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে নয়ন বালাকে। সঙ্গীরা তার মহদেহ বাংলাদেশে নিতে চেয়েছিলেন। কিন্তু প্রয়োজনীয় নথিপত্র ছাড়া মহদেহ নেওয়া যাবে না বলে তাদের জানিয়ে দেওয়া হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এদিকে পুরো নথিপত্র প্রস্তুত হওয়ার পর দেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।

মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, চার থেকে পাঁচ ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে পৌঁছে যেতেন নয়ন বালা। বিষয়টি জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কীভাবে ওই নারীর মৃত্যু হলো তা খতিয়ে দেখ হচ্ছে।

মরদেহটি বাংলাদেশে পাঠাতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা।

/এএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন