X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

অভিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার

রক্তিম দাশ, কলকাতা
১৫ ডিসেম্বর ২০২২, ২২:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২২:১৫

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমি মনে করি, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করছেন, তিনি মানুষ হিসেবে খুব বড়। তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বৃহস্পতিবার আনুষ্ঠানিক সূচনা হলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মহিমারি কাটিয়ে দুবছর পর ফের স্বমহিমায় শুরু হলো এই উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ভারত ছাড়াও ফ্রান্স, রাশিয়া, মরক্কো, ইউক্রেনের ছবির সঙ্গে থাকছে বাংলাদেশের সাড়া জাগানো ছবি ‘হাওয়া’।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। টলিউডের পাশাপাশি হাজির ছিলেন তাবড় বলিউড তারকারাও। শুরুতেই নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স ট্রুপ উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কুমার শানু, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, রানি মুখার্জি, অরিজিৎ সিং, শত্রুঘ্ন সিনহা।

প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন চঞ্চল চৌধুরী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রাবন্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়সহ আরও অনেকে। ছিলেন টলিউডের একঝাঁক তারকা।

উৎসবের মঞ্চে সেলিব্রেটিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। গায়ক অরিজিৎ সিংকে মঞ্চে ডেকে মুখ্যমন্ত্রী তাকে গান গাওয়ার অনুরোধ জানান। বিখ্যাত ‘গেরুয়া’ গান গেয়ে মঞ্চ মাতান বাংলার ছেলে অরিজিৎ। ভারতীয় সিনেমার দীর্ঘ ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন বিগ বি। তারপরই মঞ্চে ভাষণ রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘অমিতাভজি, শাহরুখ ভাই ছাড়া আমি চলচ্চিত্র উৎসবের কথা ভাবতে পারি না। বাংলা কারও কাছে মাথা নত করে না, বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। একদিন বাংলা সিনেমা বলিউড-হলিউড দখল করবে।’

কুমার শানু বলেন, ‘দিদি যখনই ডাকবেন, বাঙালি হিসেবে আমি আসবই। যা কিছু হয়ে যাক।’ এর পরই শাহরুখের জন্য তার ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির গান গেয়ে মাতিয়ে দেন কুমার শানু।

বৃহস্পতিবার থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত, কলকাতার ১০টি সরকারি হলে দেখানো হবে ৪২টি দেশের ১৮৩টি চলচ্চিত্র। এবছর চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, আলি আকবর খাঁ, কে আসিফকে। সঙ্গে নয়া বিভাগ ‘গেম অন’-এ কোণি, ম্যারি কম, চকদে ইন্ডিয়া ও ভাগ মিলখা ভাগ-র মতো ছবি দেখার সুযোগ পাবেন চলচ্চিত্রপ্রমীরা।

প্রতিবছর চলচ্চিত্র উৎসবের আসর বসে সিনেপ্রেমী বাঙালির প্রাণকেন্দ্র নন্দন প্রেক্ষাগৃহে। এছাড়া রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থের মতো জায়গায় দেখানো হবে দেশ-বিদেশের সিনেমা।

এবারের চলচ্চিত্র উৎসবের থিম- ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত জয়া-অমিতাভ জুটির ছবি ‘অভিমান’। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদার এবং জাঁ লু গোদার। দুই কিংবদন্তী পরিচালকের বেশ কিছু ছবি দেখানো হবে উৎসবে। ৮০ বছরে পা রাখা অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান জানানো হবে। তার বেশ কিছু হিট ছবি দেখানো হবে উৎসবে।

 

/এএ/
সম্পর্কিত
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
ভারত-পাকিস্তান সংঘাত: শান্তি এলেও ঝুঁকি কাটেনি
সর্বশেষ খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তাকে অব্যাহতি, প্রকল্পে ঢুকতে নিষেধাজ্ঞা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তাকে অব্যাহতি, প্রকল্পে ঢুকতে নিষেধাজ্ঞা
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
‘নারী সংস্কার কমিশনের সুপারিশ কখনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না’
‘নারী সংস্কার কমিশনের সুপারিশ কখনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না’
স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিজিএমইএ গড়তে চায় ‘ফোরাম’
স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিজিএমইএ গড়তে চায় ‘ফোরাম’
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো