X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

এখনও ভারত ছেড়ে যেতে পারেননি ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০

দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তার এয়ারবাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এখনও দেশে ফেরা হয়নি। এই আবহে মঙ্গলবার সকালেও দিল্লিতেই অবস্থান করছেন তিনি। তার ফেরা আরও বিলম্বিত হতে পারে।

জানা গেছে, একটি সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজ ওন্টারিওর সামরিক ঘাঁটি ছেড়েছে। লন্ডনে এটির সঙ্গে যোগ দেওয়ার কথা আরেকটি সিসি-১৪৪ চ্যালেঞ্জার উড়োজাহাজের। এগুলো সোমবার রাতের মধ্যে ভারত পৌঁছার কথা থাকলেও এখনও আসেনি।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিসি-১৫০ পোলারিস স্থানীয় সময় মঙ্গলবার সকালে লন্ডন ছাড়তে পারে। ফলে বিলম্ব হতে পারে প্রধানমন্ত্রীর দেশে ফিরতে।

সরকারের একটি সিনিয়র সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ মেরামতের জন্য একজন টেকনিশিয়ান ভারতের  উদ্দেশে রওনা দিয়েছেন। টেকনিশিয়ান যদি মেরামত করতে না পারেন  তাহলে বিকল্প উড়োজাহাজ প্রতিনিধি দলকে কানাডা নিয়ে যাবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার সকালেও বিমানের সমস্যা সমাধান হয়নি, যার জেরে এখনও দিল্লিতে থাকতে হচ্ছে ট্রুডোকে। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরের আগে কোনও ভাবেই তার বিমান ছাড়ার সম্ভাবনা নেই। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় কানাডার উদ্দেশে রওনা হতে পারেন।

দিল্লিতে ট্রুডোর সঙ্গে একই কক্ষে রয়েছেন তার ছেলে জেভিয়ার। সেই হোটেলের আরও ৩০টি কক্ষ রয়েছে। যেখানে ট্রুডোর প্রতিনিধি দলের সদস্য এবং কানাডার সাংবাদিকরা অবস্থান করছেন। উড়োজাহাজের সমস্যা মেটা পর্যন্ত হোটেলেই থাকতে হচ্ছে। হোটেলের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বাইরের কারও প্রবেশের সুযোগ নেই। 

ট্রুডো যে বিমানটি ব্যবহার করেন এটি বয়স ৩৬ বছর। আগেও সমস্যা দেখা দিয়েছিল। ২০১৬ সালের অক্টোবরে বেলজিয়ামে যাত্রা করার আধা ঘণ্টা পর অটোয়াতে ফিরে আসে। ২০১৯ সালের ডিসেম্বরে লন্ডনে ট্রুডো ন্যাটো শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন তখনও সমস্যা দেখা দেয়। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

/এলকে/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই: আসিফ মাহমুদ
বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ