X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

পশ্চিমবঙ্গে তীব্র ঝড়ে ৪ জনের মৃত্যু, নরেন্দ্র মোদির শোক

রক্তিম দাশ, কলকাতা
০১ এপ্রিল ২০২৪, ০৩:৪২আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৬:৪২

তীব্র ঝড়ে লন্ডভন্ড হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। রবিবার (৩১ মার্চ) এই ঝড়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জেলাজুড়ে অনেক জায়গাতেই কম-বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি।

ঝড়ের কবলে পড়ে মৃতরা হলেন জলপাইগুড়ির সেনপাড়ার দিজেন্দ্র নারায়ণ সরকার (৫২), পাহাড়পুরের অনিমা বর্মন (৪৫), ময়নাগুড়ির পুটিমারির জগেন রায় (৭২) এবং ময়নাগুড়ির রাজারহাটের সমর রায় (৬৪)। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ে রাস্তার উপর গাছ পড়েছে। সদর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেক বিদ্যুতের খুঁটিও উপড়ে গিয়েছে। জেলা প্রশাসনের কমকর্তারাও ঘটনাস্থলে গিয়েছেন। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বহু টিনের বাড়ির চাল উড়ে গেছে।  দমকল ও দুর্যোগ ব্যবস্থাপন দফতরের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন।

উত্তরবঙ্গে আগামী দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তুলনায় কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। পূর্বাভাস অনুযায়ী, বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

জলপাইগুড়ির ঝড় বিধ্বস্তদের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলার বিজেপি কর্মীদেরও ঝড় বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, জলপাইগুড়ি ময়নাগুড়িতে ঝড় বিধ্বস্ত পরিবারগুলোর পাশে রয়েছি। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারকেও সমবেদনা জানাচ্ছি।

এদিকে জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পরিদর্শনে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত ১০টা ৪০ নাগাদ তিনি বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে নামেন। সেখান থেকেই সড়ক পথে জলপাইগুড়ি রওনা হন। সেখানে ঝড়ে আহতদের সঙ্গে জলপাইগুড়ি হাসপাতালে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

এদিন রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমে মমতা বলেন, ‘প্রশাসন তার কাজ করছে। আমি প্রথমে জলপাইগুড়ি সদর হাসপাতালে যাচ্ছি। নির্বাচনি আচরণবিধি জারি থাকায় বিস্তারিত জানাচ্ছি না।’ তবে ঝড়ের তাণ্ডবে প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে ৫ জনের মৃত্যু হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!