X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যৌতুকের কারণে ভারতীয় মডেলের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ২০:০৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২০:০৩

ভারতের দক্ষিণ দিল্লির একটি কলোনিতে ২৫ বছরের এক মডেল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যাকারী সাবেক এই মডেল মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। এতে তিনি লিখেছেন, তার স্বামী নিয়মিত তাকে মারধর করতে। এ নির্যাতন আর সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আত্মহত্যাকারী ভারতীয় মডেল প্রিয়াঙ্কা কাপুর

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, প্রিয়াঙ্কা কাপুর নামের ওই মডেল চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন নিতিন চাওলাকে। প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, নিতিন প্রায়ই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শহরে চাওলার বেশ কয়েকটি মদের দোকান রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে নিতিন জানিয়েছেন, তিনি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। দুই মাস ধরে তিনি দোকানের ভাড়া দিতে পারছেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আরও বলা হয়েছে, শনিবার দিবাগত রাত (২৭ মার্চ) রাত সাড়ে বারোটার দিকে প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা পুলিশকে ফোন করেন। তারা জানান, প্রিয়াঙ্কার রুম ভেতর থেকে তালা দেওয়া এবং তাদের ডাকে সাড়া দিচ্ছেন না।  ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) প্রেম নাথ জানান, পরিবারের কাছ থেকে খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করেন।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, রুম থেকে দুটি সুইসাইড নোট পাওয়া গেছে। তার একটিতে প্রিয়াঙ্কা বলেছেন, বেপরোয়া মনোভাব থেকেই তিনি চাওলাকে বিয়ে করেন। এটাকে জীবনের সবচেয়ে মারাত্মক হিসেবেও তিনি উল্লেখ করেন।

প্রিয়াঙ্কাকে বিয়ে করার জন্য চাওলা তার আগের স্ত্রীকে ডিভোর্স দেন। প্রথম স্ত্রীর দশ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেটি তাদের বাসাতেই থাকত। প্রিয়াঙ্কা এতে খুশি ছিলেন না। বাক বিতণ্ডার এক পর্যায়ে প্রিয়াঙ্কাকে বাসা ছেড়ে চলে যেতে বলেন। সুইসাইড নোটে প্রিয়াঙ্কা লিখেছেন, নিতিন চাইতো আমি বাসা ছেড়ে চলে যাই। এখন আমি পৃথিবী ছেড়েই চলে যাচ্ছি।

প্রিয়াঙ্কার বোন ডিম্পি কাপুরের অভিযোগের ভিত্তিতে চাওলার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। সূত্র: হাফিংটন পোস্ট।

/এএ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ