X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় মাদুরোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রাশিয়া

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধিতা করলেও রাশিয়া তাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বিরোধী নেতা হুয়ান গুইদো স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করার পর ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমর্থন পাচ্ছেন। সংকট তীব্রতর হওয়ায় ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতা ধরে রাখা নিয়ে ক্রমশই সন্দিহান হয়ে ওঠছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে রাশিয়ার এই শঙ্কার কথা তুলে ধরা হয়েছে।

ভেনেজুয়েলায় মাদুরোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রাশিয়া

২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুইদো। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ অন্তত ২০টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্টও। বিপরীতে মাদুরোকে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক, মেক্সিকো ও কিউবার মতো দেশগুলো। তবে এই সংকটে জাতিসংঘ কোনও পক্ষ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে দেশটির রাজনীতিতে সংস্থাটি কোনও পক্ষ নেবে না।

রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের ঘনিষ্ঠ দুই ব্যক্তি জানান, মস্কো প্রকাশ্যে মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহার করেনি। কিন্তু দেশটির অর্থনীতি ক্রমাগত নিম্নমুখী হওয়ায় মাদুরোর প্রতি জনগণের সমর্থন নিয়ে সন্দিহান হয়ে পড়েছে মস্কো।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই ব্যক্তি বলেন, ভেনেজুয়েলার জনগণের জন্য পাঠানো ত্রাণ সেনাবাহিনী আটকে দেওয়ার ঘটনায় শাসন পরিচালনায় মাদুরোর সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপ-চেয়ারম্যান ভ্লাদিমির জাহাবারভ বলেন, দুর্ভাগ্যজনক হলো, সময় এখন মাদুরোর পক্ষে না। অর্থনৈতিক সংকটে থাকা দেশের জনগণ যেকোনও সময় তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারেন।
ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, মাদুরোবিরোধী গুইদোকে যুক্তরাষ্ট্রের সমর্থনে মস্কো উদ্বিগ্ন। কিন্তু মাদুরোকে এই সংকট থেকে উদ্ধারে তাদের হাতে থাকা বিকল্পগুলো নিয়েই বেশি চিন্তিত মস্কো। অর্থনৈতিকভাবে ভেনেজুয়েলাকে সংকট উত্তোরণে সহযোগিতা ও উল্লেখযোগ্য মাত্রায় সেনা মোতায়েন করাও রাশিয়ার পক্ষে সম্ভব নয়।
রাশিয়া ও চীন মাদুরোকে দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে। এই সমর্থন ১৯৯৯ সাল থেকে শুরু হয়েছে। ওই সময় হুগো চ্যাভেজ প্রথম ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণ করেন। দেশটিতে রাশিয়া ও চীনের কয়েকশ কোটি ডলার ঋণ ও বিনিয়োগ রয়েছে।
ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ অস্ত্র বিক্রেতা রাশিয়া দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্র সুগায়েভ। তবে মাদুরোকে সহযোগিতা কমানো হবে না বলে জানিয়েছেন তিনি।
এই সংকটে মাদুরোর পক্ষে প্রকাশ্যে কোনও বক্তব্য দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু ২৪ জানুয়ারি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনেজুয়েলার সরকার ও বিরোধীদের আলোচনায় বসাই সংকট উত্তোরণের একমাত্র উপায়। অন্যথায় সরকার পরিবর্তন হবে পশ্চিমাদের ইচ্ছায়, যেমনটা অনেকবার হয়েছে।
রুশ কর্মকর্তারা প্রকাশ্যে মাদুরো বিরোধীদের সঙ্গ আলোচনা ও যোগাযোগের কথা প্রত্যাখ্যান করেছেন। তবে পর্দার আড়ালে কিছু হয়ে থাকতে পারে বলে মস্কোভিত্তিক বিশ্লেষকদের ধারণা। ভেনেজুয়েলা বিশ্লেষক দিমিত্রি রজেনটাল বলেন, এখন মাদুরো দেশটির নিয়ন্ত্রণে। কিন্তু প্রতিদিনই তিনি কোনও না কোনও কর্তৃত্ব হারাচ্ছেন। ফলে তার বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে