X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যুদ্ধ বন্ধের দাবিতে ইয়েমেনে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ১৬:৩৯আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:৪১

রাজধানী সানায় যুদ্ধবিরোধী বিক্ষোভ সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইয়েমেনে রাজধানীতে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। রবিবার এ বিক্ষোভটির আয়োজন করে হুথি বিদ্রোহীরা। বিক্ষোভে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়।

২০১৫ সালের মার্চে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে। হুথি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় এবং প্রেসিডেন্টকে নির্বাসনে যেতে বাধ্য করে। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরপর প্রেসিডেন্টের হয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব। বর্তমানে হুথিরা দেশটির রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে।

রাজধানী সানার সাবিন স্কয়ারে জাতীয় পতাকা হাতে অংশ নেয় বিক্ষোভকারীরা। এতে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

আহমেদ মোহসেন নামের এক বিক্ষোভকারী বলেন, সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমি বিক্ষোভে অংশ নিয়েছি। যুদ্ধ বন্ধে আমাদের এই আওয়াজ হয়ত পৌঁছবে বিশ্ব সম্প্রদায়ের কানে।

দুই বছর যুদ্ধের পরও সরকার বা হুথি বিদ্রোহীদের কেউ সামরিক বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। জাতিসংঘের পক্ষ থেকে বেশ কয়েকটি শান্তি প্রক্রিয়া শুরু হলেও তা ব্যর্থ হয়েছে।

দেশটির অর্ধেক অংশের বাসিন্দা এখন দুর্ভিক্ষের এক ধাপ আগের অবস্থানে রয়েছেন। ২২টি প্রশাসনিক অঞ্চলের ১০টিতেই এমন পরিস্থিতি বিদ্যমান। শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, এসব এলাকায় মারাত্মক খাদ্য সংকট বিরাজ করছে।

২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি।

জাতিসংঘের হিসাবে, মার্চে ইয়েমেনে সংঘর্ষ শুরু হওয়ার পর পাঁচ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে। এদের অর্ধেকই বেসামরিক নাগরিক। ঘরছাড়া হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ