X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মুসলমানদের প্রতি ট্রাম্পের নীতি নিয়ে হজেও উদ্বেগ

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২০

মুসলমানদের পবিত্র স্থান ও হজ পালনের সময়েও বিভিন্ন দেশের মুসল্লিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নীতি নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ থেকে বিরত থাকতে পারেননি।

মুসলমানদের প্রতি ট্রাম্পের নীতি নিয়ে হজেও উদ্বেগ

আমেরিকান, কানাডীয় ও ব্রিটিশ মুসলমানরা মক্কায় পবিত্র হজ পালনের জন্য এক সপ্তাহ ধরে অবস্থান করছেন। তারা জানান, মার্কিন প্রেসিডেন্টের নীতি এবং মুসলিম ও অভিবাসীদের লক্ষ করে ট্রাম্পের নীতিই ছিল তাদের আলোচনার মূল বিষয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার পক্ষে প্রচারণার শুরুতেই ট্রাম্প জানিয়েছিলেন তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। আদালত এই সিদ্ধান্তে ধর্মের ভিত্তিতে বৈষম্যকরণের প্রমাণ পেয়েছে।

ট্রাম্প প্রশাসন অবশ্য ভ্রমণ নিষেধাজ্ঞায় ধর্মীয় বৈষম্যের বিষয়টি অস্বীকার করে দাবি করেছে জাতীয় নিরাপত্তার স্বার্থেই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

পুরো নির্বাচনি সময় ট্রাম্প উগ্র ইসলামকে কেন্দ্র করে প্রচারণা চালিয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ইসলাম চর্চাকারী প্রায় ৩০ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়েছেন। অনেক আমেরিকান মুসলিম মনে করেন, ট্রাম্পের এমন অবস্থানের কারণেই মুসলিমদের উপর  হামলা চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের টেনেসি থেকে চতুর্দশতম বার হজ করতে আসা ইসলাম বিশেষজ্ঞ ইয়াসির কাদি বলেন, মানুষ উত্তেজিত, ক্ষুব্ধ, বিষন্ন ও খানিকটা উদ্বিগ্ন। এখনকার পরিস্থিতি ও প্রশাসন নিয়ে কাউকে আমি খুশি দেখিনি। কাউকে না, একজনকেও পেলাম না।

আরেক মার্কিন নাগরিক ওয়াজাহাত আলী জানান, হজে যুক্তরাষ্ট্রের জন্য প্রার্থনা করতে বন্ধুরা তাকে বলেছেন। অন্য দেশের হজযাত্রীরা সহানভূতি জানিয়েছেন ও পরিস্থিতির উন্নতির হবে বলে উৎসাহ দিয়েছেন।

মালয়েশীয় হজযাত্রী আব্দুল আজিম জয়নুল আবেদিন জানান, মার্কিন প্রেসিডেন্টের উচিত ইসলামকে আক্রমণ বন্ধ করা। শুক্রবার শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের সময় তিনি বলেন, কোনও আমেরিকান বা অমুসলিমের বিরুদ্ধে আমাদের কোনও ক্ষোভ নেই।

যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়াতে উদ্বেগের কথা জানিয়েছেন আবেদিনের ২৭ বছরের বোন আনিসা। হিজাব বা দাড়ি রাখার কারণে এমন সহিংসতার শিকার হচ্ছেন মুসলিমরা বলেও জানান তিনি।

কানাডার টরেন্টো থেকে আসা একজন ইমাম ইউসুফ বাদাত বলেন, বিশ্বের মুসলিমরা এখন বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উঠছে। সবাই এক সঙ্গে কাজ করছে এবং নিজেদের একটি ভালো ভাবমূর্তি তুলে ধরার চেষ্টায় আছে। কারণ ইসলামিক স্টেট (আইএস) বা এ ধরনের গোষ্ঠী বার বার  হামলা চালিয়ে তা ধূলিস্যাৎ করার চেষ্টা করছে।

জর্জিয়া থেকে বাহা আল-দিন জানান, মুসলিমদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা বন্ধ করতে হবে। তিনি বলেন, খোদা আমাদের মস্তিষ্ক ও ভাষা দিয়েছেন যাতে করে আমরা একে অন্যকে বুঝতে পারি, সমস্যা নিয়ে আলোচনা করতে পারি। না হলে আমরা পশুর মতোই লড়াই করতে থাকব। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা