X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতির পরও ইয়েমেনের বন্দর খুলে দেয়নি সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ১৫:১৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৫:১৯





ইয়েমেনের উত্তরাঞ্চলের করিডোরগুলো বৃহস্পতিবার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সৌদি আরব এখনও তা পূরণ করেনি বলে অভিযোগ করেছে ত্রাণ সংস্থাগুলো। ত্রাণ পৌঁছাতে বাধা দিয়ে প্রায় ১০ হাজার মানুষ ক্ষুধার্ত রেখেছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে ইয়েমেন




পশ্চিমা সরকারগুলোর তীব্র চাপের মুখে বুধবার ইয়েমেনের হোদেইদা বন্দর খুলে দিতে রাজি হয় সৌদি আরব। বৃহস্পতিবার দুপুরে বন্দরটি খোলার কথা বললেও আট ঘণ্টার পর তা খোলা হয়নি। মানবিক সহায়তা পাঠানোর জন্য কোনও অনুমতিও দেওয়া হয়নি। খাবার ও ওষুধের দুটি চালান কয়েকদিন ধরে হোদেইদা বন্দরে অপেক্ষা করছে। সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরের ‍ থেকে অবরোধ তুলে নিলেও সেখানে কোনও বিমান অবতরণ করেনি।
ত্রাণ ব্যবস্থা সমন্বয়ে ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ের প্রধান জিমি ম্যাকগোল্ডরিক বলেন, ‘প্রতিদিনের মতো ত্রাণ আনার জন্য আবেদন করছি কিন্তু কিছুই হচ্ছে না। এই মুহূর্তে বিলম্বের কারণও আমরা জানি না।’
জিমি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী প্লেন নামানোর জন্য আমরা স্থান ও সময় চেয়েছি। এছাড়া বন্দরের জায়গার জন্যও আবেদন করা হয়েছে। আমরা আসলে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণের পরও অপেক্ষা করছি।’ তিনি জানান, গত ৪৮ ঘণ্টা ধরে অপেক্ষায় আছেন।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনে সব বাণিজ্যিক ও মানবিক সহায়তা পাঠানোর ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব। তবে গত বুধবার সৌদি আরব ঘোষণা দেয় জাতিসংঘ ও সৌদি কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে ইয়েমেনে মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেবে। কিন্তু বাণিজ্যিক সহায়তার ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। সৌদি আরবের অভিযোগ, কার্গো বিমানের আড়ালে হুথি নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হয়।
এদিকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত সৌদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ রাখার দাবি জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি। দলটির আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র বলেন, ‘সৌদি জোটের পক্ষ থেকে ইয়েমেনে জাতিসংঘের ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়াকে আমরা স্বাগত জানাই। কিন্তু শুধু হোদেইদা ও সানা বিমানবন্দর খুলে দেওয়া যথেষ্ট নয়। এমন নিষ্ঠুর অবরোধের কারণে শিশুসহ নিরপরাধ মানুষ এখনও ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে আছে।’
মুখপাত্র আরও বলেন, ‘ইয়েমেনে সব ধরনের সহায়তা পাঠানোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা না পর্যন্ত সৌদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ রাখা হোক। ইতোমধ্যে মানবিক বিপর্যয় নেমে আসা দেশটিতে নতুন করে প্রাণহানি ঠেকাতে ব্রিটিশ সরকারকে ভূমিকা রাখতে হবে।’
ইয়েমেনে কর্মরত বেসরকারি ত্রাণ সংস্থা কেয়ার জানায়, উদ্বেগের বিষয় হলো এখনও দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে। আর বন্দরে বাণিজ্যিক চালানগুলো ছেড়ে দেওয়া না হলে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, শুধু বাণিজ্যিক আমদানি করা খাবার ও মেডিক্যাল সামগ্রীই নয়, জ্বালানির অভাবে দেশটির পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আর ইতোমধ্যে দেশটিতে কলেরা ছড়িয়ে পড়েছে। তাই শুধু মানবিক সহায়তা দিয়ে এতো মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হবে না।

/আরএ/এএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?