X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইদলিবে রাশিয়ার নতুন বিমান হামলা শুরু

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৮

সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার যুদ্ধবিমানগুলো নতুন হামলা শুরু করেছে। এই হামলায় প্রদেশটির দক্ষিণ-পশ্চিমে বিদ্রোহীদের অবস্থান টার্গেট করা হয়েছে। তেহরানে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে সামরিক অভিযান বন্ধের বিষয়ে ঐকমত্য না আসার পর এই অভিযানের খবর আসলো। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রুশ হামলার খবর জানিয়েছে।

জাতিসংঘের সুরক্ষা চেয়ে ইদলিবের মানুষের বিক্ষোভ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সিরিয়ায় বিদ্রোহীদের একমাত্র বড় ঘাঁটি ইদলিবে অভিযান চালানোর জন্য রাশিয়া ও ইরান সমর্থিত সরকারি প্রস্তুত ছিল আগে থেকেই। তুরস্কসহ আরও কয়েকটি দেশ সামরিক হামলার অভিযানের বিষয়ে সতর্ক করে জানিয়েছিল, এতে মানবিক বিপর্যয় ঘটতে পারে। শুক্রবার জুমার নামাজের পর কয়েক লাখ মানুষ রাস্তায় বিক্ষোভ করেন এবং আন্তর্জাতিক সুরক্ষার দাবি জানান।

অবজারভেটরি জানায়, রুশ যুদ্ধবিমান জিহাদি জোটের মিত্র হায়াত তাহরির আল-শাম ও আহরার আল-শাম গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে শুক্রবার হামলা চালায়। অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, এই হামলার টার্গেট ছিল বিদ্রোহীদের দুর্গ ধ্বংস করা।

হায়াত তাহরির আল-শামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। ইদলিবে সংগঠনটির ১০ হাজার যোদ্ধা রয়েছে। এই সংগঠনকে প্রতিবেশী তুরস্ক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

এর আগে এই সপ্তাহে রাশিয়ার বোমারু বিমান পশ্চিম ইদলিবে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ৩০টি হামলা চালায়।

এদিকে, শুক্রবার তেহরানে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে রাশিয়া, তুরস্ক ও ইরান সিরিয়ার ইদলিবে অস্ত্রবিরতি কার্যকর করার বিষয়ে একমত হতে পারেনি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান অস্ত্রবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইসলামি স্টেটের মতো জঙ্গি গোষ্ঠীগুলি অস্ত্রবিরতি মেনে চলবে না, এমন আশঙ্কায় শেষ পর্যন্ত অস্ত্রবিরতি ঘোষণার বিরুদ্ধে যায় রাশিয়া।

উল্লেখ্য, আসাদের সরকার সিরিয়াজুড়ে বিদ্রোহীদের দমন করতে পারলেও ইদলিবে এখনও বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের শেষ বড় ধরনের লড়াই হবে এখানেই। জাতিসংঘের তথ্য অনুসারে,  ইদলিবে এখনও ১০ হাজার আল-নসুরা ও আল-কায়েদা সদস্য অবস্থান করছে। সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প টুইটারে হুঁশিয়ারি জানিয়ে বলেন, এই বেপরোয়া অভিযান হবে বড় ধরনের মানবিক ভুল এবং এই অভিযানে কয়েক হাজার মানুষ প্রাণ হারাতে পারে। সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, ইদলিবে আসাদ, রাশিয়া ও ইরানের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইদলিবে হামলা চালালে সেখানে ‘রক্তবন্যা’ হয়ে যেতে পারে। এরপর রাশিয়াও পাল্টা হুঁশিয়ারি জানিয়ে বলে, সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে ইদলিবে সামরিক অভিযান চালাতে প্রস্তুত রাশিয়া।

সাত বছরের বেশি সময় ধরে চলমান সিরিয়ার গৃহযুদ্ধে ৪ লাখের মানুষ নিহত বা নিখোঁজ রয়েছেন। দেশটির অর্ধেকের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা