X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা জানালেন ইসরায়েলি মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ১৯:২২আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:১৪

ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী জাচি হানেগবি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ইরান ও দেশটির সামরিক শাখার সঙ্গে সম্ভাব্য সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন বলে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা জানালেন ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলি দৈনিক পত্রিকা ইসরায়েল হায়মকে দেওয়া সাক্ষাৎকারে হানেগবি জানান, ইরান বা দেশটির সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা যুদ্ধ না হওয়ার চেয়ে বেশি। তবে তা নির্ভর করছে উপযুক্ত সময়ের ওপর।

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এ সদস্য দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ ইতোমধ্যে ছায়াযুদ্ধ থেকে সরাসরি যুদ্ধে গড়িয়েছে। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের সরাসরি যুদ্ধ হবে, প্রত্যক্ষ বা পরোক্ষ যুদ্ধ হবে। এটা এড়ানো অসম্ভব এবং দিনে দিনে তা ভয়ংকর হবে।

সিরিয়ার বিষয়ে হানেগবি দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর অধীনে সেখানে ১০ হাজার যোদ্ধা অবস্থান করছে এবং ধারণা করা হচ্ছে হেজবুল্লার হাতে ১ লাখ ৬০ হাজার রকেট রয়েছে।

যুদ্ধের কারণ সম্পর্কে ইসরায়েলি মন্ত্রী বলেন, কোনও যুদ্ধ না হওয়ার দায় নেবে না ইসরায়েল। কারণ এতে করে সিরিয়ায় নিজেদের পুনর্গঠনের সংকেত পাবে তারা। আমাদের এই পুনর্গঠন ঠেকাতে হবে। না হলে আমাদের সীমান্তে একটি ত্রাসের রাজত্ব তৈরি হবে।

প্রত্যক্ষ যুদ্ধের ব্যাখ্যা দিতে গিয়ে হানেগবি বলেন, আমরা তাদের আঘাত করব এবং তারা আমাদের পাল্টা আঘাত করবে। কিন্তু আমাদের কোনও ক্ষতি হবে না। ইরানিরা ইরাক, লেবানন বা নিজেদের দেশ থেকেই রকেট পরিচালনা করতে পারে।

ইসরায়েলি মন্ত্রী বলেন, সব যুদ্ধেই আমাদের জয় হবে। প্রতিটি হুমকি মোকাবিলা করে নিজেদের কীভাবে রক্ষা করতে হয় তা আমাদের জানা আছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা তাদের নেই। 

/এএ/এমএমজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই