X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রিন্স হামজার সঙ্গে বিরোধ নিয়ে খবর প্রকাশ নিষিদ্ধ করলো জর্ডান

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২১, ২০:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:৫০

প্রিন্স হামজা বিন হুসেইনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করার বিতর্কিত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ নিষিদ্ধ ঘোষণা করেছে জর্ডান। মঙ্গলবার দেশটির প্রসিকিউটর জেনারেল জানান, এই নিষেধাজ্ঞার আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমও অন্তর্ভুক্ত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রিন্স হামজা জর্ডানের বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ-এর সৎ ভাই। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তার বাড়ি থেকে বের হওয়া এবং কারও সঙ্গে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা এবং হয়রানির অভিযোগ তোলেন তিনি।

জানা গেছে, সম্প্রতি দেশের উপজাতি নেতাদের সঙ্গে সাক্ষাত করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন প্রিন্স হামজা। এ ঘটনায় সরকারের মধ্যে অভ্যুত্থানচেষ্টার আশঙ্কা জোরালো হয়। প্রতীয়মান হয় যে, বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই উপজাতি নেতাদের সঙ্গে ওই বৈঠকে মিলিত হয়েছিলেন তিনি। প্রিন্স হামজা কোনও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার খবর অস্বীকার করলেও তাকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয় অন্তত ১৬ কর্মকর্তাকে।

সোমবার বাদশাহর চাচা প্রিন্স হাসানসহ রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বাদশাহর আনুগত্য স্বীকার সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন প্রিন্স হামজা।

চিঠিতে দেশটির সাবেক এই যুবরাজ বলেন, ‘আমি নিজেকে বাদশাহর কাছে সোপর্দ করে দিলাম। প্রিয় আল হাশেম রাজপরিবারের সংবিধানের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো এবং বাদশাহ ও যুবরাজকে সব সময় সহায়তা দিয়ে যাবো।’

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির প্রসিকিউটর জেনারেল হাসান আল-আবদাল্লাতের বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যম এবং তদন্ত সংশ্লিষ্ট সব ছবি ও ভিডিও ক্লিপের জন্য প্রযোজ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রিন্স হামজাসহ অন্যদেরবিরুদ্ধে যে তদন্ত পরিচালিত হচ্ছে সেটির গোপনীয়তা রক্ষার জন্য আম্মানের প্রসিকিউটর সিদ্ধান্ত নিয়েছে তদন্তের এই পর্যায়ে সবকিছু প্রকাশ করা নিষিদ্ধ থাকবে।

জর্ডানের সাংবাদিকরা জানিয়েছেন, রাজ দরবারের পক্ষ থেকে নিয়মিতই স্পর্শকাতর ইস্যু বিবেচনায় সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশটির অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মীরা এমন পদক্ষেপের সমালোচনা করে আসছেন।

/এএ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা