X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আইএসের হাতে খুন হওয়া নারী সাংবাদিক রোকেয়া

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ১৫:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৫:২৬

সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের হাতে নিহত হয়েছেন রোকেয়া হাসান নামের এক নারী সাংবাদিক। মানবাধিকার কর্মীরা বলছেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে আইএসের হাতে খুন হন ৩০ বছরের ওই নারী। তার বিরুদ্ধে সিরিয়ায় আইএসের প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।

আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাকা শহরে সিটিজেন জার্নালিজমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন রোকেয়া। শহরটির প্রাত্যহিক অবস্থা নিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট দিতেন তিনি।

আইএসের হাতে খুন হওয়া নারী সাংবাদিক রোকেয়া

সেপ্টেম্বরে খুন হলেও চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় তার হত্যাকাণ্ডের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিসান ইব্রাহিম ছদ্মনামে লিখতেন রোকেয়া। এসব লেখায় তিনি সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি রাকা’র বাসিন্দাদের অবস্থা তুলে ধরতেন।

ফেসবুক পোস্টের কারণেই হত্যাকাণ্ডের কথা বলা হলেও শেষদিকে তার ফেসবুক অ্যাকাউন্টিটি ব্যবহার করতো জঙ্গিরা। ওই অ্যাকাউন্টটি হ্যাক করে এর মাধ্যমে রোকেয়ার সঙ্গে ইতোপূর্বে যোগাযোগ হওয়া অন্যদেরও ফাঁদে ফেলার চেষ্টা করে আইএস।

টুইট বার্তায় ফেসবুকে দেওয়া রোকেয়ার কিছু পোস্ট তুলে ধরেছে ‘রাকা ইজ বিয়িং স্লাফটারড সাইলেন্টলি’ (আরবিএসএস) নামের একটি আইএসবিরোধী সংগঠন।

রোকেয়া হাসান বলেছিলেন, ‘আমি রাকায় আছি এবং ক্রমাগত মৃত্যুর হুমকি পাচ্ছি। আইএস আমাকে গ্রেফতার ও খুন করলেও সমস্যা নেই, কারণ তারা আমার শিরশ্ছেদ করবে। তাদের বিকৃত অত্যাচার সহ্য করে বেঁচে থাকার চাইতে সম্মানের সঙ্গে মৃত্যুবরণ আমি পছন্দ করব।’

আলেপ্পো ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন রোকেয়া হাসান। এক পর্যায়ে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। এক সময়ে রোকেয়ার নিজ শহরে প্রবেশ করে আইএস। তবে অন্য অনেকের মতো জঙ্গিদের ভয়ে শহর ছাড়তে অস্বীকৃতি জানান রোকেয়া হাসান। সূত্র: গার্ডিয়ান, দ্য ইন্ডিপেনডেন্ট।

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন