X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অগ্রগতি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২২, ১২:৫৫আপডেট : ৩০ জুন ২০২২, ১২:৫৫

২০১৫ সালের পারমাণবিক চুক্তি ফের সক্রিয় করার লক্ষ্যে অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনও অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হয়েছে।

বুধবার রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইরান এমন সব ইস্যু তুলেছে যার সঙ্গে জেসিপিওএ’র (২০১৫ সালের পারমাণবিক চুক্তি) কোনও সম্পর্ক নেই আর দৃশ্যত মনে হয়েছে তারা চুক্তি পুনরুদ্ধার করতে চায় নাকি তা সমাহিত করে ফেলতে চায় সেই বিষয়ে মৌলিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা প্রস্তুত নয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্ততায় কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ওই আলোচনা। দুই দিনের পরোক্ষ আলোচনায় অংশ নেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘দোহাতে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে, আর আমরা ইইউ এর প্রচেষ্টার জন্য অত্যন্ত কৃতজ্ঞ হলেও, ইরান আবারও ইইউ-এর উদ্যোগে ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়ায় আমরা হতাশ আর সেকারণেই কোনও অগ্রগতি হয়নি’।

এর আগে বুধবার ইইউ দূত এনরিক মোরা এক টুইট বার্তায় লেখেন, আলোচনা ‘সমন্বয়ক হিসাবে ইইউ দল যা আশা করেছিল’ তেমন অগ্রগতি হয়নি। তিনি বলেন, ‘আমরা উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মূল চুক্তিকে ফিরিয়ে আনার জন্য আরও বেশি প্রয়োজনীয়তার সঙ্গে কাজ চালিয়ে যাবো’।

এনরিক মোরার সমন্বয়ে মঙ্গলবার আলোচনা শুরু হয়। এতে অংশ নেন ইরানের মুখ্য আলোচক আলি বাগেরি কানি এবং ওয়াশিংটনের ইরান বিষয়ক বিশেষ দূত রব ম্যালে।

উল্লেখ্য,২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। চুক্তির আওতায় তেহরান পরমাণু কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি দেয় আর এর বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে ২০১৮ সালে চুক্তিটি থেকে একতরফা ভাবে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ওপর আরোপ করে কঠোর নিষেধাজ্ঞা।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা