X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শীর্ষ ফিলিস্তিনি কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ১৭:১০আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৭:২৫

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রতিরোধকামী গ্রুপ আল-আকসা শহীদ ব্রিগেডের স্থানীয় প্রধান ইব্রাহিম আল-নাবলুসি নিহত হয়েছেন। নাবলুস শহরের এক বাড়িতে চালানো অভিযানে তার সঙ্গে নিহত হয়েছেন আরও দুই ফিলিস্তিনি। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই অভিযানে আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি আন্দোলন ফাতাহর সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র প্রতিরোধকামী গ্রুপ আল-আকসা শহীদ ব্রিগেড। ইসরায়েলের অভিযোগ, ইব্রাহিম আল-নাবলুসি একটি শাখার নেতৃত্ব দিতেন। এই গ্রুপটি পশ্চিম তীরে ইসরায়েলিদের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, গত ফেব্রুয়ারিতে এক অভিযানের সময় তিন সহযোগী নিহত হলেও পালিয়ে যেতে সক্ষম হন ইব্রাহিম আল-নাবলুসি। পরে গ্রেফতারের চেষ্টা এড়িয়ে যেতে সক্ষম হন তিনি।

মঙ্গলবারের অভিযানে নাবলুসের বাড়িতে কাঁধ থেকে ছোড়া রকেট ব্যবহার করে তাকে ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। ওই বাড়ি এবং শহরের অন্য অংশে চলা বন্দুকযুদ্ধে বহু মানুষ আহত হয়। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল-আকসা শহীদ ব্রিগেড পশ্চিম তীরে ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা চালাতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে (পিআইজে) সহযোগিতা করেছে। সম্প্রতি পশ্চিম তীরে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানের মূল লক্ষ্য ছিল পিআইজে যোদ্ধাদের আটক করা।

গত সপ্তাহে পশ্চিম তীরে পিআইজের শীর্ষ নেতা বাসেম সাদিকে গ্রেফতার করে ইসরায়েল। এরপরই গাজা উপত্যকায় পূর্ব নির্ধারিত হামলা শুরু করে ইসরায়েল। এতে অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

তিন দিন লড়াই চলার পর মিসরের মধ্যস্থতায় রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের