X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘খুব ফলপ্রসূ’ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ১৮:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪০

সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘খুব ফলপ্রসূ’ বৈঠক হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রবিবার রিয়াদে বৈঠকের পর তিনি এই দাবি করেছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযানের প্রস্তুতির সময় গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে সৌদি যুবরাজের সঙ্গে তিনি বৈঠক করেন। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই সংঘাতের বিস্তৃতি ঠেকাতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রিয়াদে যে হোটেলে ব্লিঙ্কেন অবস্থান করছেন সেখানে রয়টার্স সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, খুব ফলপ্রসূ।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে সংঘাত থামানোর উপায় খোঁজার ওপর জোর দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় ইসরায়েলি অবরোধ প্রত্যাহারসহ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার বিষয়ও তুলে ধরেছেন তিনি।

৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলার পর নতুন করে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এই হামলার জবাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েলের বিমানবাহিনী। অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে উত্তর গাজার ১১ লাখের বেশি মানুষকে দক্ষিণ দিকে চলে যাওয়ার নিদের্শ দিয়েছে দেশটি। এছাড়া গাজায় পানি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি বোমা বর্ষণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২ হাজার ৩২৯ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার ইসরায়েলে অবতরণের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য সফর শুরু করেন বিঙ্কেন। চলমান সংঘাতের ছড়িয়ে পড়া ঠেকানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। একই সঙ্গে হামাস যোদ্ধাদের হাতে জিম্মিদের মুক্ত করার উপায় নিয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার ইরান হুঁশিয়ারি জানিয়ে বলেছে, ইসরায়েলি বোমা বর্ষণ বন্ধ না হলে চরম পরিণতি ভোগ করতে হবে।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ব্লিঙ্কেন-মোহাম্মদের বৈঠকটির ব্যাপ্তি ছিল এক ঘণ্টার কম এবং যুবরাজের ব্যক্তিগত বাড়িতে অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, হামাসের সন্ত্রাসী হামলা বন্ধ, সব বন্দিদের মুক্তি এবং সংঘাতের ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী। উভয়েই বেসামরিকদের সুরক্ষা ও মধ্যপ্রাচ্যসহ অন্যত্র স্থিতিশীলতা এগিয়ে নেওয়া সাধারণ প্রতিশ্রুতির বিষয়ে আশ্বস্ত করেছেন।

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আকুণ্ঠ সমর্থন প্রকাশের মধ্য দিয়ে বৃহস্পতিবার এই সফর শুরু করেন ব্লিঙ্কেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। রবিবার তার মিসর যাওয়ার কথা।

এর আগে শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে রিয়াদে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

 

/এএ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন