‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করার জন্য ইসরায়েলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সমর্থন করার জন্যই মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পেন্টাগনের এক বিবৃতি থেকে জানা যায়, ইউএসএস আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীকে পূর্ব ভূমধ্যসাগরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সহযোগিতা করার জন্য পাঠানো হচ্ছে।
গত শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েলের নিরাপত্তা এবং এই যুদ্ধ বাড়ানোর যেকোনো প্রচেষ্টাকে বাধা দিতে ওয়াশিংটন সংকল্পবদ্ধ।
৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন তিন হাজার ৪০০ জন। অপরদিকে ইসরায়েলের বোমা হামলায় দুই হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।