X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের পাল্টা প্রস্তাবে যা আছে

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮

গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পর্যালোচনার পর নিজেদের পাল্টা প্রস্তাব হাজির করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের প্রস্তাবে বলা হয়েছে, ৪৫ দিন করে তিন ধাপে সাড়ে চার মাস লড়াই বন্ধ থাকবে। এই সময় সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল এবং যুদ্ধ অবসানে একটি সমঝোতা হবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) হামাসের খসড়া প্রস্তাবে একটি নথি পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে প্যারিসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে কাতারি ও মিসরীয় মধ্যস্থতাকারীদের বৈঠকে উঠে আসা প্রস্তাব পাঠানো হয়েছিল হামাসের কাছে। ফিলিস্তিনি গোষ্ঠীটি তা পর্যালোচনা করে পাল্টা এই প্রস্তাব পাঠিয়েছে মধ্যস্থতাকারীদের কাছে। 

হামাসের পাল্টা প্রস্তাবের বিশদ বিবরণ এর আগে প্রকাশ করা হয়নি। যুদ্ধবিরতির খসড়া নথিপত্র পর্যালোচনার পর রয়টার্স জানিয়েছে, তিন ধাপে প্রতিবার ৪৫ দিন করে ১৩৫ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস।

তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য প্রতিক্রিয়া জানা যায়নি। ইসরায়েল বলে আসছে যে, গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত সেখান থেকে তারা সেনা প্রত্যাহার করবে না।

দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে কাতার ও মিসরের নেতাদের সঙ্গে দেখা করার পর রাতেই ইসরায়েল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ধারণা করা হচ্ছে, হামাসের প্রস্তাব নিয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন।

খসড়া প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ৭ অক্টোবর থেকে জিম্মি করে রাখা ইসরায়েলের অবশিষ্ট জিম্মিদের ছেড়ে দেবে হামাস। গাজায় পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং মরদেহ ও দেহাবশেষ বিনিময় হবে। 

হামাসের পালটা প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের ৪৫ দিনের মধ্যে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের বিনিময়ে ইসরায়েলি নারী, ১৯ বছরের কম বয়সী পুরুষ, বৃদ্ধ ও অসুস্থদের মুক্তি দেওয়া হবে।

অবশিষ্ট পুরুষ জিম্মিদের দ্বিতীয় পর্বে ছেড়ে দেওয়া হবে এবং তৃতীয় পর্বে অবশিষ্ট সব বন্দিদের বিনিময় করা হবে।

হামাস আশা করছে তৃতীয় পর্বের শেষ নাগাদ যুদ্ধের অবসান বিষয়ে সমঝোতায় পৌঁছাবে উভয় পক্ষ।

প্রস্তাব অনুসারে, গাজা শাসনকারী দলটি চায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিক ইসরায়েল। এদের মধ্যে এক-তৃতীয়াংশকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। তাদের মুক্তি চায় হামাস।

এই যুদ্ধবিরতি গাজার দুর্দশাগ্রস্ত বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য ও অন্যান্য ত্রাণ সহযোগিতার সরবরাহ বাড়াতে পারে। গাজার অধিকাংশ মানুষেরা ক্ষুধার্ত ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে মরিয়া।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েলের দাবি, এতে অন্তত ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপরই হামাস নিয়ন্ত্রিত গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে অন্তত ২৭ হাজার ৫৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও কয়েক হাজার ফিলিস্তিনি।   

/এস/এএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা