X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজায় পৌঁছেছে প্রথম ত্রাণবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ২০:২৯আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২০:২৯

সমুদ্রপথে দাতব্য সংস্থা-ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রথম ত্রাণবাহী জাহাজটি গাজার উপকূলে এসে পৌঁছেছে। শনিবার (১৬ মার্চ) ওপেন আর্মস জাহাজটি উপকূলে এসে পৌঁছায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

এক বিবৃতিতে ডব্লিউসিকে জানায়, ত্রাণগুলো জাহাজ থেকে নামিয়ে গাজায় বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। ক্ষুধার্ত গাজাবাসীদের হাতে ত্রাণ পৌঁছে দিতে রাতভর কাজ করেছে স্বেচ্ছাসেবী দল।

এর আগে ডব্লিউসিকে’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা সেলিব্রেটি শেফ জোসে আন্দ্রেস এক্সে দেওয়া এক পোস্টে জানান, জাহাজ থেকে ১২টি লরিতে ত্রাণভর্তি বক্সগুলো উঠানো হয়েছে। প্রতিটি ত্রাণ বক্সে মটরশুঁটি, গাজর, টিনজাত শুকনো টুনা মাছ, ছোলা, শুকনো ভুট্টো, সিদ্ধ চাল, ময়দা, তেল, লবণ ও খেজুরের প্যাকেট রয়েছে। রোজায় এই খাবারগুলোই দরকার বলে জানিয়েছেন আন্দ্রেস।

তবে কিভাবে সেগুলো গাজাবাসীদের মধ্যে বন্টন করা হবে, তা সম্পর্কে এখনও কিছু জানাননি আন্দ্রেস।

গাজায় কোন বন্দর নেই। তাই জাহাজ থেকে ত্রাণসামগ্রী নামাতে ডব্লিউসিকে’র দল এক অদ্ভুত ধরনের জেটি নির্মাণ করেছে। পরীক্ষামূলকভাবে জাহাজটি সাইপ্রাসের বন্দর থেকে সমুদ্রপথে পাঠানো হয়েছে।  ফলে ওই সমুদ্রপথ ব্যবহার করে অন্য জাহাজগুলোও গাজা উপকূলে আসতে পারবে। এর ফলে বিমান ও স্থলপথের চেয়ে দ্রুত গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব হবে।

মার্কিন দাতব্য সংস্থাটিতে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। আর স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস জাহাজ দিয়ে সাহায্য করেছে। জাহাজটির নামও ওপেন আর্মস।

জাহাজটি গাজার উপকূলে প্রবেশের আগে ইসরায়েলি সেনাবাহিনী সেটিতে তল্লাশি চালিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৪০০ ফিলিস্তিনি। অনাহারে-অর্ধাহারে রোজা রাখছেন লাখো মানুষ। আর ইসরায়েলে নিহত হয়েছ  এক হাজার ২০০ মানুষ।

/এস/
সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু