লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনায় বেড়েছে। বুধবার (১২ জুন) ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির এক সিনিয়র কমান্ডার নিহতের জবাবে এই হামলা চালায় তারা। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছে, ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে হামলার তীব্রতা বাড়ানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় চলছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর। ধীরে ধীরে তাদের মধ্যকার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। যা আরও বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
মঙ্গলবার শেষরাতের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম জুয়াইয়াতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার তালেব আবদাল্লাহ ওরফে আবু তালেবসহ তিনটি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের তিনটি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষের আট মাসের সংঘাতে নিহত সবচেয়ে সিনিয়র কমান্ডার হলেন আবু তালেব।
ইসরায়েলি সেনাবাহিনীও তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
লেবাননের সূত্র জানিয়েছে, আবু তালেব ছিলেন হিজবুল্লাহ'র দক্ষিণাঞ্চলীয় সীমান্ত উপত্যকার মধ্যাঞ্চলীয় কমান্ডার। তার দাফনের আগে দক্ষিণাঞ্চলে হাজার হাজার হিজবুল্লাহ সমর্থক উপস্থিত হয়েছিলেন।
এ সময় দেওয়া ভাষণে সিনিয়র হিজবুল্লাহ নেতা হাশেম সাফিয়েদ্দিন বলেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা, শক্তি ও অভিযানের সংখ্যা বাড়ানো হবে।
তিনি বলেছেন, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে যা ঘটেছে তা নিয়ে শত্রুরা যদি চিৎকার ও গোঙায় তাহলে তাহলে তাদের কান্না ও হাহাকারের জন্য প্রস্তুত হতে দিন।
লেবাননের একটি গোয়েন্দা সূত্র বলেছে, কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অক্টোবরের পর এটি গোষ্ঠীটির একটি বৃহত্তম রকেট হামলা।
অন্তত ৫টি হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এর মধ্যে ইসরায়েলি একটি সামরিক কারখানায় গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া আইন জেইটিম ও আমিয়াদ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর দফতর, মেরনে একটি নজরদারি স্টেশনেও হামলার দাবি করেছে তারা।
চলমান পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলি আঘাতে প্রায় ৩০০ যোদ্ধা হারিয়েছে হিজবুল্লাহ। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধেও এর চেয়ে কম যোদ্ধা হারিয়েছিল তারা। রয়টার্সের পরিসংখ্যান অনুসারে, নিহত বেসামরিকের সংখ্যা প্রায় ৮০ জন। আর লেবানন থেকে চালানো হামলায় ১৮ ইসরায়েলি সেনা ও ১০ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলের।
ইসরায়েল দাবি করেছে, তারা ৩২০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।