X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

হামাস নেতা হানিয়েহ হত্যায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ২০:০১আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২০:০১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং এ বিষয়ে তাদের কোনও ধারণা নেই। বুধবার (৩১ জুলাই) সিঙ্গাপুরে চ্যানেল নিউজ এশিয়ার সাথে একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলতে পারছি না এই হত্যাকাণ্ডের প্রভাব কী হবে। তবে আমি বলতে পারি, গাজায় যুদ্ধবিরতি অর্জনের গুরুত্ব অপরিহার্য এবং সবার জন্য গুরুত্বপূর্ণ।

ব্লিঙ্কেনের দফতর থেকে একটি অনুলিখনে তার এই মন্তব্য প্রকাশ ধরা হয়েছে।

হানিয়েহ ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যখন তাকে ইসরায়েলি বিমান হামলায় তাকে হত্যা করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রতিশোধ হিসেবে হামাসকে ধ্বংসের অঙ্গীকার করেছেন।

ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক ও পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র। গাজায় একটি যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। ব্লিঙ্কেনের মতে ইসরায়েলি জিম্মি মুক্তি এবং গাজায় আটকে পড়া শিশুদের স্বার্থে গুরুত্বপূর্ণ এই চুক্তি।

হানিয়েহ হামাসের রাজনৈতিক নেতা হিসেবে যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন। তার হত্যাকাণ্ডের পর অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

ব্লিঙ্কেন বলেছেন, মধ্যপ্রাচ্যের অন্যত্র সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতেও গাজায় যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ।

হানিয়েহ হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে হামাস।

গাজায় যুদ্ধ শুরু হয় দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন যোদ্ধাদের আক্রমণের পর। ওই হামলায় ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে আটক করার দাবি করেছে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলি বাহিনী গাজা অঞ্চলে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল দাবি করছে, নিহতদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি যোদ্ধা ছিল। তবে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, অধিকাংশ নিহত নারী ও শিশু।

/এএ/
সম্পর্কিত
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের
ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের
সর্বশেষ খবর
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক