ইসরায়েলি অবরোধের কারণে গাজায় তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে সেখানে অনাহারে চার বছর বয়সী এক শিশু মোহাম্মদ ইয়াসিন মারা গেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার (২৫ মে) এ তথ্য জানিয়েছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে, গাজার ৭০ হাজারের বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজার কর্মকর্তারা জানান, বুধবার থেকে ইসরায়েল মাত্র ১০০টি ট্রাককে ত্রাণ সহায়তা বহন করে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে, যা দুই মিলিয়ন মানুষের সাহায্যের জন্য পর্যাপ্ত নয়।
এর ফলে গাজায় অনাহারে মৃত্যু হার বাড়ছে। গাজায় ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে অনাহারে এ পর্যন্ত ৫৮ ফিলিস্তিনির মৃত্যু হলো।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজার খান ইউনিসে এক হামলায় নারী চিকিৎসকের ৯ সন্তান নিহত হওয়ার ঘটনাটি নিয়ে তারা পর্যালোচনা করছে। ওই হামলায় চিকিৎসক আলা আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স ১২ বছর এবং ছোটটির বয়স মাত্র কয়েক মাস।
গাজার কর্মকর্তারা বলেছেন, নিরপরাধ শিশুদের হত্যা করা ইসরায়েলি সেনাদের জন্য বিনোদনের একটি উপায়ে পরিণত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন আহত হয়েছে।
সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে এবং তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।