X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হিলারি প্রেসিডেন্ট হলে সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করবেন

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৬, ১১:৩৫আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১১:৩৮

হিলারি প্রেসিডেন্ট হলে সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করবেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মধ্যপ্রাচ্যের নীতির কারণে বিতর্কিত ছিলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির প্রধান দুটি দলের একটিতে নারী প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রথম করণীয় সম্পর্কে জানিয়েছেন তিনি। তার হয়ে সাংবাদিকদের কাছে এসব তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালনের সময় হিলারি চিফ অব স্টাফ জেরেমি ব্যাশ। এখন তিনি হিলারির প্রচারণায় পররাষ্ট্রনীতির উপদেষ্ঠা হিসেবে কাজ করছেন। এক সাক্ষাৎকারে জেরেমি ব্যাশ জানিয়েছেন, হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করা।

হিলারি ক্লিনটন বর্তমানে এফবিআইয়ের তদন্তের সম্মুখীন। লিবিয়া যুদ্ধের জন্য হিলারির পররাষ্ট্র নীতিকে দায়ী করা হয়। হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর আগে অভিযোগ করেছিলেন, হিলারির পরররাষ্ট্র নীতির জন্যই মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর জন্ম হয়েছে। হিলারির আরেক সমালোচক উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তাকে যুদ্ধবাজ শকুন হিসেবে উল্লেখ করেছেন।

বাশার আল-আসাদ হিলারি ক্লিনটন

২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় আছেন আসাদ। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার দেশটিতে পূর্ণ যুদ্ধে জড়িয়ে পড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে। গৃহযুদ্ধে দেশটি প্রায় ধ্বংসের সম্মুখীন। এমতাবস্থায় রাশিয়ার সঙ্গে আসাদ সরকারের দৃঢ় সম্পর্ক থাকার পরও নিজের নীতি পর্যালোচনা করে আসাদ সরকারকে উৎখাতের কথা জানিয়েছেন।

ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা জেরেমি ব্যাশ হিলারির হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর করণীয় তুলে ধরেছেন। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৮ বছরের ব্যাশ বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিষয়ে হিলারির অবস্থান আগে থেকেই ছিল।  সিরিয়া একটি খুনি দেশ। সেখানে মানবাধিকারের লঙ্ঘন হয়, আন্তর্জাতিক আইন মানা হয় না, নিজ দেশের জনগণের বিরুদ্ধে রাসায়নিক বোমা ব্যবহার করা হয়, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে যাদের মধ্যে শিশুদের সংখ্যা অনেক।

ব্যাশ বলেন, আমি মনে করি, সিরিয়া নিয়ে মার্কিন নীতি পর্যালোচনা করাই হবে হিলারির জাতীয় নিরাপত্তা দলের প্রথম কাজ।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক এ উপদেষ্ঠা হিলারির পরিকল্পনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। সূত্র: টেলিগ্রাফ।

/এএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?