X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের হাসপাতালগুলোতে সাইবার হামলা: মুক্তিপণের দাবিতে অচল কম্পিউটার ব্যবস্থা

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৭, ২৩:১১আপডেট : ১২ মে ২০১৭, ২৩:১৩

ইংল্যান্ডের হাসপাতালগুলোতে সাইবার হামলা: মুক্তিপণের দাবিতে অচল কম্পিউটার ব্যবস্থা ইংল্যান্ডজুড়ে দেশটির হাসপাতালগুলোর কম্পিউটার ব্যবস্থা ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ (এনএইচএস) জানিয়েছে, সাইবার হামলার ফলে হাসপাতালগুলোর কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ফলে অনেক হাসপাতাল জরুরি সেবা প্রয়োজন এমন রোগীদের অন্যত্র স্থানান্তর করতে বাধ্য হচ্ছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বিষয়টি জানা গেছে।

ইংল্যান্ডজুড়ে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আইটি সিস্টেমে একের পর পর এক সাইবার আক্রমণ শুরু হয়। সাইবার হামলার শিকার হওয়া কম্পিউটারগুলোর মনিটরে ভেসে ওঠে অর্থ দাবির বার্তা। এসব বার্তায় বলা হচ্ছে, কম্পিউটার চালু করতে হলে অর্থ দিতে হবে।

সাইবার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা এই হামলায় ব্যবহৃত ভাইরাসকে র‍্যানসামওয়্যার বলে অভিহিত করেছেন। এই সাইবার হামলার শিকার কম্পিউটারগুলো দ্রুত চালু করা কঠিন। ফলে হাসপাতালগুলোর কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে করে রোগীদের তথ্য, ডাক্তার দেখানোর সময়সূচি, অভ্যন্তরীণ ফোন ও ইমেইল ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

এনএইচএস ডিজিটালের পক্ষ থেকে জানানো হয়েছে, এনএইচএসের অনেক সংস্থাই অভিযোগ করেছে তাদের কম্পিউটার ব্যবস্থা র‍্যানসামওয়্যার সাইবার হামলার শিকার হয়েছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। এই মুহূর্তে আমাদের এমন কোনও প্রমাণ নেই যাতে ধারণা করা যায় রোগীদের তথ্য চুরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার, ডিপার্টমেন্ট অব হেলথ ও এনএইচ এই বিষয়ে যৌথভাবে কাজ করছে।

এনএইচএস ডিজিটাল দাবি করেছে, শুধু এনএইচএসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। আরও অনেক সংস্থা ও প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, একটি হাসপাতালের মনিটরে ৩০০ ডলার দাবি করার বার্তা প্রদর্শিত হয়েছে।

এই বিষয়ে ইংল্যান্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী থেরেসা মে-র তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা প্রমাণ করে সরকারের নীতির মূলকেন্দ্র হওয়া উচিত সাইবার নিরাপত্তা। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস