X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বক্তব্যে সেনাদের প্রসঙ্গ এড়িয়ে গেছেন সু চি: এইচআরডব্লিউ

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৬
image

টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া অং সান সু চির ভাষণের প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ- এইচআরডব্লিউ বলেছে, ওই ভাষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হারানো গ্রহণযোগ্যতা  ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়েছেন সু চি। তবে বক্তব্যে সু চি দেশের রোহিঙ্গাবিরোধী জনতা এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ এড়িয়ে গেছেন বলে অভিযোগ তুলেছে ওই মার্কিন মানবাধিকার সংস্থা। এইচআরডব্লিউ-এর উপপরিচালক ফিল রবার্টসনকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব কথা জানিয়েছে।  গতকাল সম্প্রদায়কে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান  জানায় সংস্থাটি।
মিয়ানমারের সেনাবাহিনী

টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সু চি মঙ্গলবার বলেন, রাখাইনের সব জনগোষ্ঠীর দুর্ভোগ গভীরভাবে অনুভব করে তার সরকার। সেখান থেকে মুসলমানদের পালিয়ে বাংলাদেশে যাওয়ার খবরে তার সরকার উদ্বিগ্ন। মুসলমানরা কেন পালাচ্ছে, তা সরকার খুঁজে বের করতে চান বলেও তিনি জানান। সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানান। রাখাইনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবেশ নিয়ে তার ভয় নেই জানিয়ে সেখানে শান্তি পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তবে ভাষণে 'রোহিঙ্গা' শব্দটি ব্যবহার করেননি সু চি। বাংলাদেশে পালিয়ে আসা ৪ লাখ রোহিঙ্গার ব্যাপারে তিনি অবগত নন বলেও দাবি করেছেন।

এইচআরডব্লিউ-এর উপপরিচালক ফিল রবার্টসন  সু চির বক্তব্যকে দেখছেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘সু চি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হারানো গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন সু চি। তবে এমন কিছু তিনি বলতে চাননি যা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সাংঘর্ষিক হয়। রোহিঙ্গাদের  মিয়ানমারের [সংখ্যাগরিষ্ঠ] জনতার রোহিঙ্গাবিরোধী মনোভাব আক্রান্ত হয়, এমন কিছুও বলেননি তিনি।’

ক্লিয়ারেন্স অপারেশন জোরদার হওয়ার পর থেকেই মিলতে থাকে বেসামরিক নিধনযজ্ঞের আলামত। পাহাড় বেয়ে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণ আর গুলির শব্দ। পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে আগুনের ধোঁয়া এসে মিশতে শুরু করে মৌসুমী বাতাসে। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে শূন্যে ছুড়ে দেয় সেনারা। কখনও কখনও কেটে ফেলা হয় তাদের গলা। জীবন্ত পুড়িয়ে মারা হয় মানুষকে।

এক বিবৃতিতে রাখাইনে রোহিঙ্গাদের ‘জাতিগত নিধন’ রুখতে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এজন্য জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে নিরাপত্তা পরিষদে উন্মুক্ত আলোচনার প্রস্তাব দিয়েছে তারা। তবে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষা না করে সংশ্লিষ্ট দেশগুলোকে দ্রুত মিয়ানমারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তাব দিয়েছে তারা।

আরও পড়তে পারেন: 

এখনও বালুতে মাথা গুঁজে রেখেছেন সু চি: অ্যামনেস্টি

সব ধর্মের মানুষকে রক্ষার প্রতিশ্রুতি সু চির

রোহিঙ্গাদের 'বাঙালি' প্রমাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়ানমারের সেনাপ্রধানের




 

/বিএ/
সম্পর্কিত
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী