X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘বার্লিনে বড়দিনের হামলা’য় অনুপ্রাণিত ছিলেন আকায়েদ

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ১৩:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:২৫
image

নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা বিস্ফোরণের সন্দেহভাজন হামলাকারী আকায়েদ উল্লাহ জঙ্গি গোষ্ঠী আইএস দ্বারা অনুপ্রাণিত ছিলেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক পুলিশ। তদন্তকাজে জড়িত এক কর্মকর্তা জানান, আকায়েদ আইএসের মতোই হামলা করতে চেয়েছেন এবং বড়দিনের পোস্টার দেখে স্থান নির্বাচন করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

‘বার্লিনে বড়দিনের হামলা’য় অনুপ্রাণিত ছিলেন আকায়েদ

প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী আকায়েদ উল্লাহ বাংলাদেশি নাগরিক। ২০১১ সালে তিনি যুক্তরাষ্ট্রে যান।  মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাতকারে এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, কায়েদ স্বীকার করেছেন যে তিনি সিরিয়ায় মার্কিন বিমান হামলার প্রতিবাদে এই কাজ করেছেন।

সোমবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি ব্যস্ত বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশির সংশ্লিষ্টতা পেয়েছে নিউ ইয়র্ক পুলিশ। হামলায় আকায়েদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত বছর বার্লিনে বড়দিনের এক উৎসবে ট্রাক হামলায় অন্তত ১২ জন নিহত হন। আকায়েদ সেই ঘটনায় অনুপ্রাণিত বলে দাবি করেন পুলিশ কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায, হামলাকারী পাঁচ ইঞ্চি একটি মেটাল পাইপ বোম ও ব্যাটারি করে পোর্ট অথরিটি বাস টার্মিনালে যান। সেখানেই বিস্ফোরণ ঘটে।

নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার ও’নেইল বলেন, ‘আকায়েদ মুখ খুলতে শুরু করেছে কিন্তু আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না।’

পোর্ট অথরিটি জানায়, বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই পালানোর চেষ্টা করছিলো। আতঙ্কের মাত্রা এতটাই তীব্র ছিলো যে একজন নারী পরে গেলেও কেউ তুলতে পারেননি।  

তবে বিস্ফোরণ হওয়া বোমাটি খুব কম শক্তিশালী ছিলো বলে জানান তিনি।  

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত