X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মির পরিস্থিতি নিয়ে টুইট, নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রীর বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ২১:৩৫আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:৩৭

ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মিরে নিপীড়ন চালানোর অভিযোগ তুলে টুইট করার পর মামলার কবলে পড়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক ছাত্রনেত্রী শেহলা রশিদ। ‘ভুয়া খবর’ ছড়ানোর দায়ে সোমবার (১৯ আগস্ট) শেহলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে।

কাশ্মির পরিস্থিতি নিয়ে টুইট, নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রীর বিরুদ্ধে মামলা

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। 

কাশ্মিরে বেসামরিক জনগণের ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনী নিপীড়ন চালাচ্ছে ও মানবাধিকার লঙ্ঘন করছে- এ অভিযোগ তুলে রবিবার একগুচ্ছ টুইট করেন রাজনৈতিক কর্মী শেহলা রশিদ। সেইসব টুইটে তিনি বলেছেন, কাশ্মিরের একাধিক এলাকায় সেনাবাহিনী রাতে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করছে, খাবারদাবার নষ্ট করছে ও নির্বিচারে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সোপিয়ানে চারজনকে তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনী শুধু অত্যাচারই করেনি, মাইক লাগিয়ে তাদের আর্তনাদ এলাকাবাসীকে শুনিয়ে ভীতি তৈরি করেছে। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়।

শেহলার টুইটের পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব। অবিলম্বে শেহলাকে গ্রেফতারের আর্জি জানিয়েছেন তিনি।

মামলা নিয়ে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন কাশ্মির পিপল’স পার্টির নেতা শেহলা। ৮ আগস্টে করা টুইটগুলো নতুন করে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার গ্রেফতার নিয়ে আলোচনা করতে গিয়ে দয়া করে কাশ্মিরে মানবাধির লঙ্ঘনের ঘটনা থেকে চোখ ঘোরাবেন না। যদি আমি গ্রেফতার হই, এই টুইটগুলো পৃথিবীর সামনে শেয়ার করবেন!’

শেহলা জানান, সেনাবাহিনীর আচরণের বিরুদ্ধে যা যা তিনি লিখেছেন, সেইসব তথ্য সেখানকার ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলেই সংগ্রহ করেছেন। নিরপেক্ষ তদন্ত হলে ঘটনাগুলোর সত্যতা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের