X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্য ইস্যুতে ‘গঠনমূলক আলোচনা’ যুক্তরাষ্ট্র ও চীনের

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৯, ০৮:৫৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৪

বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। শনিবার এক ফোন কলে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বাণিজ্য ইস্যুতে ‘গঠনমূলক আলোচনা’ যুক্তরাষ্ট্র ও চীনের
চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন এবং দেশটির বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার এই ফোন কলে অংশ নেন। সিনহুয়ার প্রতিবেদনে এ ফোনালাপকে ‘গঠনমূলক আলোচনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

ফোনালাপে প্রাথমিক বাণিজ্য চুক্তির জন্য মৌলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশই সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কয়েক মাস ধরে চলমান বাণিজ্য যুদ্ধের সময়ে আরোপকৃত শুল্ক ধাপে ধাপে প্রত্যাহারে সম্মত হয়েছে বেইজিং ও ওয়াশিংটন। তবে এতে নির্দিষ্ট কোনও সময়সীমার কথা উল্লেখ করা হয়নি।

রয়টার্স জানিয়েছে, দুই দেশের একটি অন্তর্বর্তীকালীন চুক্তির বড় ধরনের সম্ভাবনা রয়েছে। চীনা মোবাইল, ল্যাপটপ ও খেলনায় উল্লেখযোগ্য শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। এর পরিমাণ ১৫৬ বিলিয়ন ডলার হতে পারে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং বলেন, যে কোনও চুক্তির জন্য গুরুত্বপূর্ণ শর্ত ছিল শুল্ক প্রত্যাহার। বাণিজ্য চুক্তির প্রথম ধাপে পৌঁছানোর জন্য উভয় দেশকেই ধাপে ধাপে কিছু মাত্রায় শুল্ক প্রত্যাহার করতে হবে। শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ হয়েছে এবং শুল্ক প্রত্যাহারেই এর সমাপ্তি হওয়া উচিত।

তিনি জানান, বাণিজ্য চুক্তির প্রথম ধাপের জন্য উভয় দেশ শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে। বলেন, গত দুই সপ্তাহে উভয় দেশের শীর্ষ মধ্যস্থতাকারীরা সঠিক উপায়ে কিছু মৌলিক উদ্বেগ নিরসনে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করেছেন। উভয় পক্ষই বিভিন্ন ধাপে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে একমত হয়েছেন এবং আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে কবে এই শুল্ক প্রত্যাহার করা হবে সেই বিষয়ে মুখপাত্র কিছু বলেননি।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!