X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন লঙ্কান প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ১৭:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৭:৫১
image

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দুই দিন পর শুক্রবার (২২ নভেম্বর) এই ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর দেশটির পার্লামেন্টের সমীকরণ নিজের পক্ষে আনতে ‘প্রথম সুযোগেই’ আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।

আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন লঙ্কান প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে। আইন অনুযায়ী আগামী মার্চে আইনসভা ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারবেন প্রেসিডেন্ট।

১৬ নভেম্বর শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট (এসএলপিপি)-এর গোটাবায়া রাজাপক্ষে। এ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-এর সাজিথ প্রেমাদাসাকে হারান তিনি। এর আগে তামিল স্বাধীনতাকামীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর গৃহযুদ্ধকালীন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর সাবেক এই কর্নেল।

বর্তমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায় এসএলপিপি। বর্তমানে পার্লামেন্টে রাজাপক্ষে ও তার জোটের আসন রয়েছে ৯৬টি। যা আইন পাস করার জন্য যথেষ্ট নয়।

নির্বাচনের পর বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী হেরে যাওয়ার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রনিল বিক্রমাসিংহে। এরপর এই পদে নিজের বড় ভাই ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষের নাম ঘোষণা করেন গোটাবায়া। মাহিন্দা ২০২০ সালে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার রাজাপক্ষে বলেন, ‘মাহিন্দার নেতৃত্বে ১৬ সদস্যের অন্তর্বর্তীকালীন নতুন মন্ত্রিপরিষদ নিয়োগের পর শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব আগাম নির্বাচনের ব্যাপারে জনগণের সঙ্গে পরামর্শ করব। সাবেক ওই প্রেসিডেন্ট বর্তমানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।’ 

/এইচকে/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!