X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুরিনামের প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ২১:৫২আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২১:৫৩

দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের প্রেসিডেন্ট ডেসি বোতারসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেনা অভ্যুত্থানের পর ১৯৮২ সালে ১৫ জন ভিন্নমতালম্বীকে হত্যার দায়ে শুক্রবার দেশটির একটি আদালত তাকে এ সাজা দেন। রায়ের পর তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে বর্তমানে চীন সফরে থাকা প্রেসিডেন্ট সফর সংক্ষিপ্ত করে শিগগিরই দেশে ফিরে আপিল করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুরিনামের প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড
সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৮০-এর দশকে নেদারল্যান্ডের সাবেক উপনিবেশ সুরিনামের ক্ষমতায় আসেন ডেসি বোতারসি। শুক্রবার আদালতের আদেশে বলা হয়েছে, ১৯৮২ সালে সরকারের শীর্ষ ১৬ জন সমালোচককে অপহরণ করে বোতারসির অনুগত সেনাসদস্যরা। এসব সমালোচকদের মধ্যে আইনজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন। এদের মধ্যে ১৫ জনকে রাজধানী পারামারিবোতে ঔপনিবেশিক আমলের একটি দুর্গে নিয়ে হত্যা করা হয়। তবে এক ট্রেড ইউনিয়ন নেতা বেঁচে যান। পরে তিনিই বোতারসি-র বিরুদ্ধে ওইসব হত্যাকাণ্ডের প্রমাণ সরবরাহ করেন।

শুক্রবার রায় ঘোষণার সময় চীন সফরে ছিলেন বোতারসি। সেখান থেকে তার কিউবা সফরে যাওয়ার কথা ছিল। তবে বোতারসি-র রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান র‍্যামন আব্রাহাম বলেছেন, কিউবা সফর বাতিল করে শনি বা রবিবারের মধ্যে দেশে ফিরবেন প্রেসিডেন্ট। তার সঙ্গে টেলিফোনে নিবিড় যোগাযোগ রয়েছে দাবি করে আব্রাহাম জানিয়েছেন দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় বরাবরই অস্বীকার করে আসছেন ডেসি বোতারসি। রায়ের পর উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সুরিনাম সরকার বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

এদিকে এক যৌথ বিবৃতিতে সুরিনামে নিযুক্ত নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা বলেছেন, আইনের শাসন অনুযায়ী এই রায়ের বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।

/জেজে/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা