X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘লিবিয়ায় অস্ত্রবিরতির জন্যে চাপ অব্যাহত রাখবে রাশিয়া’

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ০৩:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৪:০৭

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, লিবিয়ায় অস্ত্রবিরতি চুক্তির জন্য চাপ অব্যাহত রাখবে রাশিয়া। মঙ্গলবার অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর না করেই লিবিয়ার বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতার মস্কো ত্যাগ করার পর তিনি এ মন্তব্য করেন।

‘লিবিয়ায় অস্ত্রবিরতির জন্যে চাপ অব্যাহত রাখবে রাশিয়া’

সম্পতি ইস্তানবুলে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ার দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান। ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকার এই আহ্বানকে স্বাগত জানায়। পরে হাফতার বাহিনী ওই আহ্বান মেনে নিয়ে রাশিয়ায় লিবিয়ার সরকারের সঙ্গে আলোচনায় বসে।  এতে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে আলোচনা হয়। সোমবারের আলোচনা শেষে চুক্তি স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার ওই খসড়া অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও মঙ্গলবার সকাল পর্যন্ত সময় চায়  হাফতার বাহিনী। তবে এদিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মস্কো ছাড়ার খবর জানিয়েছে।
কলম্বোয় এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ‘এখন এ বিষয়ে সুনির্দিষ্ট কোন ফলাফল অর্জিত না হলেও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, রাশিয়া, ইউরোপিয়ান শক্তি ও লিবিয়ার প্রতিবেশীরা একই যন্ত্রণা ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে। যাতে করে শক্তি প্রদর্শন করার সমস্যা সমাধানের উপায়ে লিবিয়ার সব পক্ষকে সম্মত করতে।

খসড়া চুক্তিতে হাফতারের নেতৃত্বাধীন ন্যাশনাল আর্মির অনেক দাবি পূরণ হয়নি বলে আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হয়েছে।

এদিকে, খলিফা হাফতার চুক্তি স্বাক্ষর না করায় অচলাবস্থা সৃষ্টি হলেও জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২টি দেশ ও জাতিসংঘসহ চারটি বহুজাতিক সংস্থাকে নিয়ে রবিবার বার্লিনে লিবিয়া ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র: দ্য গার্ডিয়ান।

 

 

/এএ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ