X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের আলোচিত ৫ ভবন যেভাবে ভাঙা হয়েছে

মাহাদী হাসান
২২ জানুয়ারি ২০২০, ২১:৩৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:৫০

শুরু হয়েছে ‘বিজিএমইএ’ ভবন ভাঙার কাজ। ২০০৬ সালে তৈরি হওয়া ভবনটির উচ্চতা প্রায় ১৫০ ফুট। নির্মাণের পর থেকেই পরিবেশবাদীরা ভবনটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সুউচ্চ এই ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। এমন আকাশচুম্বী ভবন ভাঙার ঘটনা বিশ্বে নতুন নয়। সম্প্রতি ভারতের কেরালায়ও পরিবেশের ওপর বিরূপ প্রভাবের অভিযোগ এনে ১৯তলা একটি আবাসিক ভবন ভেঙে ফেলা হয়।

বিশ্বের আলোচিত ৫ ভবন যেভাবে ভাঙা হয়েছে

উঁচু ভবন ও নগর বসতি বিষয়ক পরিষদ—কাউন্সিল অন টল বিল্ডিং অ্যান্ড আরবান হ্যাবিটেট-এর গবেষণা অনুযায়ী বিশ্বে ভেঙে ফেলা সবচেয়ে উঁচু ভবনের (নিউ ইয়র্কের সিঙ্গার ভবন) উচ্চতা ছিল ৬১৩ ফুট। বেশিরভাগ ভবনই ভেঙে ফেলা হয়েছে আসলে নতুন করে উঁচু ভবন তোলার জন্য। সেক্ষেত্রে কেরালা কিংবা বিজেএমইএ-এর ভবনের বিষয়টি আলাদা।

কাউন্সিল অন টল বিল্ডিং অ্যান্ড আরবান হ্যাবিটেট ১০০টি ভেঙে ফেলা ভবন নিয়ে একটি তালিকা তৈরি করেছে। যেখানে বলা হয়েছে, নিউ ইয়র্কের সিঙ্গার ভবনই সবচেয়ে উঁচু ছিল। মূলত ওয়ান লিবার্টি প্লাজা নামের নতুন এক আকাশচুম্বী ভবন তৈরির জন্যই ওই ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তালিকায় এর পরেই রয়েছে সিঙ্গাপুরের ১৭১ মিটার (৫৬১ ফুট) উঁচু ভবন সিপিএফ। আর এর পরে রয়েছে শিকাগোর ১৬০ মিটার (৫২৪ ফুট) উচ্চতার মরিসন হোটেল।

সংস্থাটির নির্বাহী পরিচালক অ্যান্টনি উড বলেন, ‘‌‌বর্তমানে বিশ্বে ১৩০০টিরও বেশি ভবন আছে, যেগুলোর উচ্চতা ২০০ মিটারের (৬৫৬ ফুট)বেশি। দিন দিন এই সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ভেঙে ফেলা উঁচু ভবনের উচ্চতা ১৮৭ মিটার (৬১৩ ফুট)। আমাদের আসলে ভবন তৈরির সময় এমনভাবে চিন্তা করা উচিত যেন ভবিষ্যতে এই ভবন ভূমিকা রাখতে পারে।’

আকাশচুম্বী ভবন ভেঙে ফেলার ক্ষেত্রে সবার আগে নাম রয়েছে যুক্তরাষ্ট্রের। বিশ্বের উঁচু ১০০টি ভবন ভেঙে ফেলার ৫৩ শতাংশই যুক্তরাষ্ট্রের। সেখানে ভেঙে ফেলা বেশিরভাগ ভবনই ১৮৯০ থেকে ১৯২০ সালে তৈরি।

ডাচ ব্যাংক ভবন, নিউ ইয়র্ক

ডাচ ব্যাংক ভবন, নিউ ইয়র্ক

নিউ ইয়র্কের ডাচ ব্যাংক ভবনটি তৈরি হয়েছিল ১৯৭৪ সালে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর ক্ষতিগ্রস্ত হয় এই ভবনটিও। লোকসানে থাকে প্রতিষ্ঠান। পরে ২০১১ সালে ভেঙে ফেলা হয় ৪০ তলা উঁচু এই ভবনটিকে।

গ্র্যান্ড প্রিন্স হোটেল, টোকিও

গ্র্যান্ড প্রিন্স হোটেল, টোকিও

৩৯ তলার এই ভবনটির উচ্চতা ছিল ১৪১ মিটার (৪৬৩ ফুট)। টোকিওর এই ভবনটি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়ও ছিল। তবে রাস্তা নির্মাণের কারণে ২০১৩ সালে ভবনটি ভেঙে ফেলা হয়। সপ্তাহখানেক ধরে চলে এই প্রক্রিয়া। ক্রেন ব্যবহার না করে বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়েছিল ওই সময়। 

হেনেসি সেন্টার, হংকং

হেনেসি সেন্টার, হংকং

হংকংয়ের এই আকাশচুম্বী ভবনটি তৈরি হয়েছিল ১৯৮৩ সালে। তবে ৪১তলার এই ভবনটি মাত্র ১৫ বছর পরেই ভেঙে ফেলা হয়। একটি শপিং মলের পরিধি বাড়াতে ১৩৯ মিটার (৪৫৮ ফুট) উচ্চতার এই ভবন ভেঙে ফেলা সরকার। ভেঙে ফেলার সময় ক্রেন ধসে দুজন কর্মীকেও প্রাণ হারাতে হয়। 

আর্ডমোর পার্ক ব্লক, সিঙ্গাপুর

আর্ডমোর পার্ক ব্লক, সিঙ্গাপুর

সিঙ্গাপুরের আর্ডমোর পার্ক ব্লকে আসলে তিনটি ভবন ছিল। প্রত্যেকটির উচ্চতা ৩৬তলাবিশিষ্ট এই ভবনগুলো আবাসিক ছিল। ১৯৭৮ সালে তৈরি এই তিনটি ভবন ভেঙে ফেলা হয় ২০০৯ সালে। 

দ্য এইচটুও হলি ফেইথ কমপ্লেক্স, ভারত

দ্য এইচটুও হলি ফেইথ কমপ্লেক্স, ভারত

ভারতের কেরালা প্রদেশের এই সুউচ্চ ভবন ভাঙার ঘটনা একদমই নতুন। পরিবেশবাদীদের দাবির মুখে চলতি বছর জানুয়ারিতে ভেঙে ফেলা হয় ১৯ তলাবিশিষ্ট দুটি ভবন। মোট ৩৪৩টি ফ্ল্যাটে দুই হাজারেরও বেশি মানুষের বসবাস ছিল ওই দুটি ভবনে। কেরালার উপকূলীয় অঞ্চলের কর্তৃপক্ষ দাবি করে স্থানীয় প্রশাসন তাদের অনুমতি ছাড়াই এই ভবন নির্মানের সবুজ সংকেত দেয়।

এরপর, আদালত থেকে রায় আসে ভবনটি ভেঙে ফেলার। তবে বেশ কিছু বাসিন্দা ঘর ছাড়তে অস্বীকৃতি জানালে বিদ্যুৎ ও পানিসংযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২ হাজার মানুষের সামনে ভাঙা হয় ভবনটি। তারা অভিযোগ করেন, ‘‌আমাদের তো বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে।’

 

 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ