X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘গরিবি হটাও’ এখন ‘গরিবি চুপাও’: শিব সেনা

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি সরকারের আহমেদাবাদে দরিদ্রতা আড়ালে দেয়াল নির্মাণের সমালোচনা করেছে বিজেপির সাবেক জোটসঙ্গী শিব সেনা। ভারতীয় প্রধানমন্ত্রীর দারিদ্র্য নির্মূলের স্লোগানের কথা তুলে ধরে শিব সেনার মুখপত্র সামানা’তে বলা হয়েছে, “একসময় ‘গরিবি হটাও’ স্লোগানের সমালোচনা করা হয়েছিল। কিন্তু এখন নতুন এজেন্ডা চলে এসেছে, তা হলো ‘গরিবি চুপাও’ (দারিদ্র্য আড়াল করো)।” ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

‘গরিবি হটাও’ এখন ‘গরিবি চুপাও’: শিব সেনা

শিব সেনা’র মুখপত্রে গুজরাটে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতিরও সমালোচনা করা হয়েছে। এটিকে ভারতের ‘দাসত্বের মনোভাব’ উল্লেখ করে বলা হয়েছে, দেশ যখন ব্রিটিশদের শাসনে ছিল তখন কোনও রাজা বা রানির সফরে এমন উদ্যোগ নেওয়া হতো।

এতে লেখা হয়েছে, ‘ট্রাম্পের সফর মাত্র তিন ঘণ্টার। কিন্তু যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে দেশের খরচ পড়ছে প্রায় ১০০ কোটি রুপি। এরমধ্যে রয়েছে আহমেদাবাদে ১৭টি সড়ক এবং সড়কগুলোর দুই পাশে দেয়াল নির্মাণ।’

সামানা-তে প্রশ্ন তোলা হয়েছে, ট্রাম্প বা যুক্তরাষ্ট্র কি এই দেয়ালগুলো নির্মাণের ব্যয় বহন করবে এবং ট্রাম্পের সফর শেষে এগুলো কি ভেঙে ফেলা হবে, নাকি দেয়ালে ওপাশের যেসব দরিদ্র মানুষ বাস করেন তারা আড়ালেই থাকবেন? আমেরিকার প্রেসিডেন্টের সফরে রুপি শক্তিশালী হবে না বা দারিদ্র্যের অবসান ঘটবে না বলেও উল্লেখ করা হয়েছে।

মোদির সমালোচনা করে এতে বলা হয়েছে, 'উন্নয়নের সবচেয়ে বড় সওদাগর মোদি। তার আগে কেউ দেশের উন্নয়ন করেননি এবং তার পরেও কেউ করবেন না। মোদি যখন ১৫ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছর রয়েছেন তখন এই দারিদ্র্য কেন আড়াল করতে হবে?'

উল্লেখ্য, নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন ট্রাম্প। ওই সফরে আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এক লাখ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের জনসভায় তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে দুই নেতা গত বছর যুক্তরাষ্ট্রের হাউস্টনে ৫০ হাজার ভারতীয়-আমেরিকানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ