X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অযোধ্যায় বাবরি মসজিদের বিকল্প ভূমি গ্রহণ করবে সুন্নি বোর্ড

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

উত্তর প্রদেশের কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে, বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় অনুসারে রাজ্য সরকারের কাছ থেকে বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর ভূমি তারা গ্রহণ করবে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

অযোধ্যায় বাবরি মসজিদের বিকল্প ভূমি গ্রহণ করবে সুন্নি বোর্ড

বোর্ডের চেয়ারপারসন জাফর ফারুকী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদের জন্য বিকল্প ভূমি প্রত্যাখ্যান করার স্বাধীনতা সংস্থাটির কখনও ছিল না। কারণ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।

ফারুকী বলেন, ভূমি গ্রহণ বা প্রত্যাখ্যানের প্রশ্নটি আমাদের পক্ষ থেকে কখনও ছিল না। যাদেরকে এই ভূমি দেওয়া হয়নি তারাই গ্রহণ না করার বিষয়ে কথা বলে আসছিলেন। আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

অযোধ্যা মামলার রায়ের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড কিছুই জানায়নি। ২৪ ফেব্রুয়ারি তাদের বৈঠকে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হবে বলে জানা গেছে।

উত্তর প্রদেশ রাজ্য সরকারের দ্বারা ভূমি বরাদ্দের বিষয়ে ফারুকী বলেন, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের দেওয়া রায় খুব স্পষ্ট ছিল। এতে রাজ্য সরকারকে আমাদের ভূমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে মসজিদ ও সংশ্লিষ্ট স্থাপনা গড়ে তোলার স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে। আদালতের অবমাননা হবে বিধায় ভূমি গ্রহণ না করার কোনও স্বাধীনতা আমাদের নেই।

২৪ ফেব্রুয়ারি কেমন সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে চেয়ারপারসন বলেন, ভূমিতে কী করা হবে এবং কীভাবে তা করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বোর্ড সরকারের চিঠি পেলেও এখনও কোনও জবাব দেয়নি। বৈঠকের পরে ও বোর্ডের নামে ভূমির আইনি হস্তান্তর চূড়ান্ত হলে তারা বিষয়টি নিয়ে আলোচনা করবে। এই বোর্ডের নীতিনির্ধারক সদস্যের সংখ্যা সাতজন।
উল্লেখ্য, শতাব্দী প্রাচীন বিবাদের আইনি ইতি টেনে ২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে,অযোধ্যার বিতর্কিত ওই ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অন্য কোনও গুরুত্বপূর্ণ স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি।

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ