X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভোটারদের ব্যাপক উপস্থিতি, ইরানে ভোটগ্রহণের সময় বাড়লো

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৯

ইরানের পার্লামেন্ট নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির ফলে ভোটগ্রহণের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও লোকজনের কারণে তা দুই ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতি, ইরানে ভোটগ্রহণের সময় বাড়লো
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, ভোটগ্রহণের সময় প্রয়োজনে সর্বোচ্চ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হতে পারে। ইরানের ভোটকেন্দ্রগুলোতে সাধারণত বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এ কারণে অতীতে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণের রেকর্ড রয়েছে দেশটিতে।

স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারের নির্বাচনে মোট সাত হাজার ১৫৭জন প্রার্থী ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার।

ভোট দেওয়ার জন্য সারাদেশে মোট ৫৫ হাজার নির্বাচনি কেন্দ্র খোলা হয়েছে। বিজয়ী প্রার্থীকে প্রদত্ত ভোটের শতকরা অন্তত ২০ ভাগ ভোট পেতে হবে। তারা চার বছরের জন্য আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন। সর্বশেষ ২০১৬ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সী সব নাগরিক ভোটার হতে পারে। ভোটারদের ব্যাপক উপস্থিতি, ইরানে ভোটগ্রহণের সময় বাড়লো

পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের সাত সদস্যকে নির্বাচিত করবেন। দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তেহরান, কোম, উত্তর খোরাসান, খোরাসান রাজাভি ও ফার্স প্রদেশে।

ইরানের নির্বাচনি আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হয়। পার্লামেন্ট নির্বাচনের কার্যক্রম আরও আগে শুরু হলেও গত ১৩ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন। ২০ ফেব্রুয়ারি সকালে প্রচারণা শেষ হয়। আনুষ্ঠানিক প্রচার ও জনসমর্থন আদায়ের জন্য আট দিন সময় পেয়েছেন প্রার্থীরা।

শুক্রবার সকালে তেহরানের ইমাম খোমেনী হোসাইনিয়া কেন্দ্রে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, নির্বাচন জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়। এটি মানুষের ধর্মীয় দায়িত্বও বটে। যে ব্যক্তি জাতীয় স্বার্থ রক্ষার কথা ভাবেন, তার উচিত নির্বাচনে অংশ নেওয়া এবং ভোট দেওয়া। নির্বাচনকে জাতীয় উৎসবের দিন হিসেবেও আখ্যায়িত করেন তিনি। ভোটারদের ব্যাপক উপস্থিতি, ইরানে ভোটগ্রহণের সময় বাড়লো

প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সকালে তেহরানে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, নির্বাচনে ইরানি জনগণের অংশগ্রহণ শত্রুদেরকে আরও বেশি হতাশ করছে।

স্পিকার ড. আলী লারিজানি ভোট দিয়েছেন কোম নগরীতে। তিনি বলেন, শত্রুদের নানা ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও ভোটাররা সকালেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং এর মাধ্যমে শত্রুরা কঠোর জবাব পেয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ