X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

টোকিওতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৭৮

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ১২:৪২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১২:৫৪

জাপানে ৩১ মার্চ মঙ্গলবার একদিনেই নতুন করে দুই শতাধিক ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এরমধ্যে শুধু রাজধানী টোকিওতেই এদিন নতুন করে ৭৮ জনকে শনাক্ত করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। টোকিওতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৭৮

২০২০ সালের ১৪ জানুয়ারি জাপানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ৩১ মার্চ মঙ্গলবার দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ধরা পড়ে। এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন টোকিও-র গভর্নর ইউরিকো কোইকি।

টোকিও-র গভর্নর বলেন, একদিনে এতো বেশি রোগী শনাক্তের ঘটনা এটিই প্রথম। অবশ্যই এটা বড় ধরনের উদ্বেগের বিষয়। আগামীকালের চিত্রটা কেমন আসে তা নিয়ে আমি উদ্বিগ্ন।

টোকিওতে জরুরি অবস্থা জারি করতেও প্রধানমন্ত্রী শিনজো আবে-র প্রতি আহ্বান জানিয়েছেন টোকিও-র গভর্নর। তিনি বলেন, টোকিও সংক্রমণ বিস্ফোরণের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা সেই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করছি। এখন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া দরকার।

করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন দেশে লকডাউন বা নাগরিকদের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জাপানে এখনও পর্যন্ত এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বলা চলে, দেশটির জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, জাপানে এখন পর্যন্ত দুই হাজার ১৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৪২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে সাড়ে আট লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৪২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
পুতিনের দেওয়া গাড়িতে চড়ে কিমের মহড়া পরিদর্শন
সর্বশেষ খবর
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই