X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবিলায় আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব পাস

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২০, ২০:৪১আপডেট : ২০ মে ২০২০, ১২:১৮
image

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্তের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো।  মঙ্গলবার (১৯ মে) সদস্য রাষ্ট্রগুলোর ভার্চুয়াল বৈঠকের (ওয়ার্ল্ড হেলথ অ্যাসেমব্লি) দ্বিতীয় দিনে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো অনলাইনে সম্মেলনে যোগ দেন

প্রতি বছরই ডব্লিউএইচও-এর সদস্য দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংক্রান্ত জমায়েত (ওয়ার্ল্ড হেলথ অ্যাসেমব্লি) করে থাকে। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের মূল্যায়ন ও পরবর্তী বছরের অগ্রাধিকারের বিষয় ঠিক করা হয়। প্রতি বছরের মতো সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৩ তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল এ বৈঠকে অংশ নেন সংস্থার ১৯৪টি দেশের প্রতিনিধিরা। মূল আলোচ্য বিষয় ছিল করোনা মহামারি।

সম্মেলনে করোনা মোকাবিলার পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিকভাবে ‘নিরপেক্ষ, স্বাধীন ও সমন্বিত’ তদন্তের প্রস্তাব দেওয়া হয়। ১০০টি দেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ মহামারি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর থেকে কী শিক্ষা পাওয়া গেছে, তা নিয়ে তদন্তের প্রস্তাব দেওয়া হয়। এমনকি স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকাকেও তদন্তের আওতাভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে রবিবার ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ভিরজিনি বাট্টু হেনরিকসন বলেন, যেকোনও পর্যালোচনার অংশ হিসেবে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেগুলো হলো- কীভাবে এ মহামারি ছড়িয়েছে? এটি ছড়িয়ে পড়ার ব্যাপারে মহামারি তত্ত্ব কী বলে? এ ধরনের আরেকটি মহামারি ঠেকাতে আমাদের জন্য এ প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি।’

তবে এখন দোষারোপের খেলায় মেতে ওঠার সময় নয় বলেও সতর্ক করেন হেনরিকসন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা